ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত কাটতে না কাটতেই আবার পুরুলিয়ার সাঁওতালডিহিতে দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস ট্রেন

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত কাটতে না কাটতেই আবার পুরুলিয়ার সাঁওতালডিহিতে দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস ট্রেন
আশিস বন্দোপাধ্যায়, পুরুলিয়া
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত কাটতে না কাটতেই ফের মঙ্গলবার বিকেলে আবার ট্রেন দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় হতাহতের কোনও খবর নেই।
রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দক্ষিণপূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা ডিভিশনের আদ্রা-ভোজুডি রেলপথে রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত সাঁওতালডিহি রেলগেটে এদিন গেট বন্ধের মধ্যেই একটি ট্রাক্টর ঢুকে পড়ে রেললাইনে। ঐ সময় দ্রুত গতিতে আসা রাজধানী এক্সপ্রেস ঐ ট্রাক্টরের পিছনের দিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। ব্যাপক আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে পড়েন অনেক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চ পদস্থ কর্তারা। শুরু হয়েছে তদন্ত। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকে ওই লাইনে।


