বৃষ্টি ও ধসে দার্জিলিং-কালিম্পংয়ে ক্ষতি প্রায় তিনশো কোটি টাকা!

বৃষ্টি ও ধসে দার্জিলিং-কালিম্পংয়ে ক্ষতি প্রায় তিনশো কোটি টাকা!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং ভূমিধসে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে! এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যান্য জেলা ধরলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে।
দুই জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে। এর মধ্যে কালিম্পং জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দুই জেলাতেই কোথায় কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলিকে আগামী দুই দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী রবিবার উত্তরবঙ্গে পৌঁছলে তার হাতে সেই রিপোর্ট তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করে তিনি সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন।


