ট্রেনে হকারি বন্ধের সিদ্ধান্ত রেলের! হকারি চলবে, পাল্টা হুঁশিয়ারি হকার সংগঠনের

ট্রেনে হকারি বন্ধের সিদ্ধান্ত রেলের! হকারি চলবে, পাল্টা হুঁশিয়ারি হকার সংগঠনের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বন্ধ হতে চলেছে ট্রেনে হকারি। আর এর ফলে বহু বছর ধরে যে সমস্ত হাজার হাজার হকার ট্রেনের উপরে নির্ভর করে সংসার প্রতিপালন করছিলেন, রুটিরুজি জোগাড় করছিলেন, তাঁরা বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়া, শিয়ালদা দিয়ে চলাচলকারী ৪৭ টি ট্রেনে হকারি বন্ধ হতে চলেছে। সূত্রের খবর, ট্রেনগুলিতে এই সমস্ত হকাররা যা বিক্রি করেন, নয়ডার একটি সংস্থাকে বিক্রির সেই দায়িত্ব দেওয়া হয়েছে। হকারদের সেই সমস্ত জিনিস ওই ভেন্ডারদের কাছ থেকে পাওয়া যাবে। হকাররা যে সমস্ত জিনিস বিক্রি করেন ট্রেনে, নয়ডার একটি সংস্থা সেই সমস্ত পণ্য বিক্রির জন্য আইআরসিটিসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর এর পরেই ওই সংস্থার কর্মীরা মিথিলা এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে গিয়ে বাধার মুখোমুখি হন। তারপরে তারা জিআরপিকে অভিযোগ করেও কোনো সুফল পাননি। ফলে আরপিএফ নড়েচড়ে বসে।
প্রতিটি ডিভিশনে আরপিএফ এর তরফে জানানো হয়েছে, চড়ামূল্যে হকাররা পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্সিং সংস্থার কর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য বলা হয়েছে। আইএনটিটিইউসির পূর্ব রেলের হকার সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, এই রেলের আওতায় লক্ষাধিক হকার রয়েছেন। তাঁদের ভাতে মারার এই প্রকল্প কার্যকর করতে দেওয়া হবে না। আর সমস্ত অসংরক্ষিত কামরায় হকারি চলবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এই কর্পোরেটাইজেশনের ফলে গরিব মানুষগুলো বেকার হয়ে পড়বেন। রুটিরুজির কোনো বিকল্প পথ থাকবে না। ফলে এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আন্দোলন হবেই।


