২০ সেপ্টেম্বর থেকে তিন রাজ্যে রেল টেকা! ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর

২০ সেপ্টেম্বর থেকে তিন রাজ্যে রেল টেকা! ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: আগামী ২০শে সেপ্টেম্বর তিন রাজ্যে রেল টেকার কথা ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির মূল নেতা অজিত প্রসাদ মাহাতো। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব ময়দানে কুড়মি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে, কুড়মি সম্প্রদায়কে এস টি তালিকা ভুক্ত করার দাবিতে এবং কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ওই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছিলেন। যার ফলে গোটা ঝাড়গ্রাম শহর কার্যত স্তব্ধ হয়ে যায়।
প্রশাসন ওই বিক্ষোভ সমাবেশের অনুমতি না দিলেও প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরজুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শুধু ঝাড়গ্রাম জেলা নয় পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে কুড়মি সম্প্রদায়ের মানুষ ওই সভায় সামিল হয়েছিলেন। ওই সভায় আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির মূল মান্যতা অজিত প্রসাদ মাহাতো বলেন পুলিশি দমন পীড়ন নীতি চলছে, ৭৫ বছর ধরে কুড়মি সমাজ তাদের জাতী সত্তার আন্দোলন করে আসছে। কিন্তু রাজ্য সরকার সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠায়নি। কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে কর্মী সমাজের আন্দোলন অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা বাংলা বন্ধেরও ডাক দেওয়া হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী বিশে সেপ্টেম্বর থেকে বাংলার তিন জায়গায়, ঝাড়খণ্ডের চার জায়গায়, উড়িষ্যার তিন জায়গায় রেলটেকা কর্মসূচি শুরু হবে, প্রশাসনকে দু মাস আগে লিখিতভাবে সমস্ত কিছু জানানো হবে। রেল কর্তৃপক্ষ কে ও জানানো হবে ।আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রেল টেকা আন্দোলন চলবে বলে তিনি জানান।


