শিয়ালদহ -বনগাঁ শাখার দত্তপুকুরে রেল অবরোধ, হয়রানি যাত্রীদের

শিয়ালদহ -বনগাঁ শাখার দত্তপুকুরে রেল অবরোধ, হয়রানি যাত্রীদের
আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ মঙ্গলবার শিয়ালদহ -বনগাঁ শাখার দত্তপুকুরে রেল অবরোধ চললো দীর্ঘক্ষণ। অবরোধকারীদের দাবি, কোন বিকল্প ব্যবস্থা না করেই তাদের শতাধিক বছরের যাতায়াতের এক মাত্র পথ আটকে দিচ্ছে রেল। এর ফলে স্কুলের ছাত্রছাত্রী, রেলের নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। রেল যাত্রীদের দাবি স্থানীয়রা যে দাবি নিয়ে রেল অবরোধ করছে তা বৈধ দাবি নয়। রেলিং দিয়ে আটকে দিলে দুর্ঘটনার সম্ভাবনা কমবে। বিক্ষোভকারীদের দাবি রেল কর্তৃপক্ষ, কোনও সাবওয়ের ব্যবস্থা না করেই তাদের দীর্ঘবছরের যাতায়াতের একমাত্র রাস্তা লাইনের পাশে রেলিং দিয়ে আটকে দিচ্ছে, যার ফলে স্থানীয় ১৬টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে প্রতিদিন অসুবিধা হচ্ছে। সেই কারণেই তারা অনিচ্ছা সত্ত্বেও ট্রেন অবরোধ করে তাদের দাবি জানাতে বাধ্য হয়েছে।
এই অবরোধের ফলে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা। রেল যাত্রীদের দাবি, অবরোধকারীদের দাবি সম্পুর্ন অবৈধ ও ভিত্তিহীন। অন্যদিকে অবরোধকারী স্থানীয়দের দাবি যে পয়েন্টে রেল রেলিং দিয়ে আটকে দিচ্ছে, সেই রাস্তা দিয়ে এলাকার মানুষেরা দত্তপুকুর স্টেশন তৈরির পর থেকেই ছিল। কয়েকশো বছর ধরে রাস্তাটা আছে, এবং মানুষ যাতায়াত করে। দেড় কিলোমিটারের মধ্যে এই রাস্তার বিকল্প কোন রাস্তা নেই, ফলে রাস্তা এইভাবে আটকে দিলে এলাকার পড়ুয়া, মহিলা থেকে পুরুষ সকলের যাতায়াতের চরম অসুবিধায় পড়বে। তাদের দাবি হয় অন্তত দুটো পিলার ফাকা রাখতে হবে, তা না হলে এখানে সাবওয়ে বানাতে হবে। তা না হলে তাদের আন্দোলন চলবে। ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে অবরোধ চলায়।ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা। অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেয়।তবে স্থানীয়দের দাবি যথাযত ভাবে মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুশিয়ারি দিয়ে রেখেছেন।


