ক্যারি ব্যাগ বন্ধে ফের অভিযান রায়গঞ্জ পৌরসভার  

ক্যারি ব্যাগ বন্ধে ফের অভিযান রায়গঞ্জ পৌরসভার   
16 Aug 2023, 06:30 PM

ক্যারি ব্যাগ বন্ধে ফের অভিযান রায়গঞ্জ পৌরসভার

 

তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ

 

নিষিদ্ধ ক্যারি ব্যাগ যত্রতত্র ব্যবহার বন্ধ করতে এবার অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা। শহরের বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের কাছেই এই ক্যারিব্যাগ দেখলেই সঙ্গে সঙ্গে জরিমানা করে দিচ্ছে রায়গঞ্জ পৌরসভা। যার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। পৌর প্রশাসকের দাবি, বহুবার শহরবাসীকে এই নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করতে মানা করা হলেও তারা কোন কর্ণপাত করছেন না এখনো তাই তিনি নিজে স্বয়ং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে অভিযান শুরু করেছেন কয়েক দিন ধরে। বেশ কিছু মানুষকে যেমন জরিমানা করছেন তিনি তেমনভাবেই দোকানদারদের ও ক্রেতাদের পুনরায় সতর্ক করে দিচ্ছেন আবার। রায়গঞ্জের ষ্টেশন বাজার সংলগ্ন একটি বাজারে এক খরিদ্দার অমিতাভ দাস বলেন বিক্রেতাকে বারবার  না  করা সত্ত্বেও তারা ক্যারি ব্যাগে করে তাদের জিনিস দিচ্ছেন। পৌর সভা থেকে বার বার মানা করা  সত্বেও তারা সেই নির্দেশ মানছেন না। তিনি বলেন, ক্যারি ব্যাগ রাখা মোটেই উচিত নয়। অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিষিদ্ধ ক্যারি ব্যাগ এর ব্যাপার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে তা সত্ত্বেও পৌরসভা নির্দেশকে অমান্য করে এক শ্রেনীর ক্রেতা ও বিক্রেতারা নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করে চলছে। যা সম্পূর্ণ আইন বিরুদ্ধে কাজ। তাই এবার মাঠে নামার সময় হয়েছে। তাই বিভিন্ন বাজারে বাজারে গিয়ে আমি নিজেই এ ব্যাপারে তোদের তদারকি করছি এবং ঘটনাস্থলেই আমি স্পট ফাইন করছি। নিষিদ্ধ ক্যারিব্যাগ একেবারেই নিষিদ্ধ হয়ে রয়েছে তাই শহরকে দূষণমুক্ত করার লক্ষ্যে এই পথে নামা তাদের। তিনি আরো বলেন তারা প্রত্যেক মাসে নিয়ম করে রায়গজ পৌরসভার পরিবার মানুষকে সচেতন করার মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। অপরদিকে ক্রেতা বিক্রেতা উভয়কেই নিষিদ্ধ ক্যারি ব্যাগ যাতে ব্যবহার না করেন তার জন্য বারে বারে সচেতন করছি। এবং তার সঙ্গে থার্মোকলের থালা বাটি গ্লাস যা দিয়ে জলের যে গতি প্রবাহ সেটা বন্ধ হয়ে যাচ্ছে। পরিবেশকে সুন্দর রাখার অভিপ্রায় এর লক্ষ্য নিয়ে তারা আজ ক্যারি ব্যাগ রেড করার অভিযানে বেরিয়েছেন। এই অভিযানের ফলে অনেকটাই সফলতা এসেছে কিন্তু ১০০ শতাংশ সফলতার জায়গায় পৌঁছাতে আমরা মানুষকে বারে বারে সচেতন করছি।না হলে  ডেঙ্গুভুক্ত রায়গঞ্জ পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ আমরা কি করে রাখবো সেই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি।তিনি বলেন এই অভিযানে অনেক কে ৫০ টাকা থেকে আরম্ভ করে ৫০০ টাকা অব্দি ফাইন করা হয়েছে।

Mailing List