খড়্গপুর আইআইটি-তে বেড়ে চলেছে র্যাগিং! অ্যাডভাইজারি উদ্বিগ্ন কর্তৃপক্ষের

খড়্গপুর আইআইটি-তে বেড়ে চলেছে র্যাগিং! অ্যাডভাইজারি উদ্বিগ্ন কর্তৃপক্ষের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: র্যাগিং নিয়ে বারবারই অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানে। শুধু দেশ নয়, বিশ্বের মধ্যেও সুনাম রয়েছে এমন প্রতিষ্ঠানও এই রোগ থেকে মুক্তি পেল না। উল্টে বারবার র্যাগিং এর অভিযোগ উঠেই চলেছে। এবার র্যাগিং বন্ধে পদক্ষেপ নিতে অ্যাডভাইজারি দিল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে খড়্গপুর আইআইটিতে। খড়্গপুর আইআইটি-র স্টুডেন্টস অ্যাফেয়ারের ডিন অ্যাডভাইজারি দিয়ে জানালেন, এমন কিছু থেকে আচরণ দূরে থাকুন যাকে র্যাগিং বলা হয়। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রুলিংও ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিয়েছেন তিনি।
হঠাৎ কেন অ্যাডভাইজারি? আইআইটি সূত্রে জানা গিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এমনকী, গত ছ’মাসে ২০ জন ছাত্রছাত্রী এ ব্যাপারে লিখত অভিযোগও জানিয়েছে কর্তৃপক্ষের কাছে। অভিযোগ, অনেক ছাত্রছাত্রী ভয়ে অভিযোগ জানাতে পারেনি। কিন্তু সাহসে ভর করে ২০ জন ছাত্রছাত্রীর লিখিত অভিযোগ জানানোর বিষয়টি কর্তৃপক্ষকে নাড়া দিয়েছে। বিশেষত, খড়্গপুর আইআইটি চত্বরে থাকা হস্টেলে ছাত্র মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে। সেখানেও অনেক সময় র্যাগিং এর অভিযোগ ওঠে। তাই এবার অ্যাডভাইজারি দিয়ে ছাত্রছাত্রীদের সতর্ক করলেন কর্তৃপক্ষ। সর্বোচ্চ আদালতের নির্দেশিকাও মনে করিয়ে দিলেন সকলকে।


