শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়েই রাচিন ফিরে গেলেন শিকড়ের টানে

শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়েই রাচিন ফিরে গেলেন শিকড়ের টানে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: পরিবারগতভাবে বেঙ্গালুরুর সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে রাচিন রবীন্দ্রের। তাঁর বাবার জন্মস্থান এই শহরেই। বেঙ্গালুরুতে খেলতে নামলেই কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। ম্যাচ জয়ের পর পৈতৃক ভিটেতে যান নিউজিল্যান্ড ক্রিকেটার। দেখা করলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
শিকড়ের প্রতি রবীন্দ্রর টান দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ। এই ক্রিকেটারের সঙ্গে ঠাকুমার সময় কাটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিউজিল্যান্ডে থাকলেও ভারতের প্রতি রবীন্দ্রর টান এবং দেশের রীতি-নীতি, চিরাচরিত প্রথার প্রতি শ্রদ্ধা দেখে সবাই মুগ্ধ।বাবা রবি কৃষ্ণমূর্তি একজন ক্রিকেট অনুরাগী এবং নিউজিল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব-স্তরের খেলোয়াড় ছিলেন। প্রিয় দুই ক্রিকেটার সচিন ও রাহুলের সংমিশ্রণের ছেলের নামকরণও করেন। কিন্তু সেই ছেলেই বিশ্বকাপে সচিনের রেকর্ড ভেঙে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।
শ্রীলঙ্কাকে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৬০ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়ি ব্রিগেড। এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথ মসৃণ করলেন কেন উইলিয়ামসনরা। পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থেকে গেলেন তাঁরা। চাপ বাড়ল পাকিস্তানের।সঙ্গে সঙ্গে বিশ্বকাপে অভিষেককারী ব্যটার হিসেবে সর্বাধিক রানের মালিক হন তিনি। এখনও পর্যন্ত ৫৬৫ রান ঝুলিতে পুরেছেন রবীন্দ্র। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটার ৫৩২ রান করেছিলেন। শুধু রানের বিচারেই নয়, বিশ্বকাপে অভিষেককারী ব্যাটারদের মধ্যে সর্বাধিক গড়ও রাচিনের।


