শ্রীপর্ণা মিত্র মজুমদারের তুলিতে নানা রঙে রবীন্দ্রনাথ
17 Sep 2022, 07:49 AM
শ্রীপর্ণা মিত্র মজুমদারের তুলিতে নানা রঙে রবীন্দ্রনাথ
শ্রীপর্ণা মিত্র মজুমদার
শ্রীপর্ণা মিত্র মজুমদার পেশায় শিক্ষিকা। জলপাইগুড়ির ঘোগোমালি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারই পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে ভাবেন। আর তা কখনও ফুটিয়ে তোলেন লেখার মাধ্যমে। আবার কখনও ফুটিয়ে তোলেন ছবিতে।