প্রশ্ন ও উত্তর: জ্ঞান চর্চার বিষয় রূপে ভূগোল (MCQ), একাদশ শ্রেণি

প্রশ্ন ও উত্তর: জ্ঞান চর্চার বিষয় রূপে ভূগোল (MCQ), একাদশ শ্রেণি
দীপান্বিতা ঘোষ
- পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ও মানুষের আর্থসামাজিক কাজকর্মকে যে বিজ্ঞান বিচার- বিশ্লেষণ করে তাকে বলে…
A)ভূ-তত্ত্ব
B) ভূগোল
C) অর্থনীতি
D)পদার্থবিদ্যা
Ans.B)ভূগোল।
2."Geography" শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পন্ডিত,যার নাম হল…..
A) রিটার
B)কোপার্নিকাস
C) এরাটোস্থেনিস
D)হেরোডেটাস
Ans. C) এরাটোসস্থেনিস।
- যে গ্রিক পন্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তার নাম হলো….
A)হোমার
B)আলেকজান্ডার
C) এরাটোস্থেনিস
D)দারায়ুস
Ans. C)এরাটোস্থেনিস।
4.ভূগোলের প্রধান দুটি বিষয় হলো….
A) ভূপ্রকৃতি ও নদনদী
B)আবহাওয়া ও মৃত্তিকা
C)ভূপ্রকৃতি ও জনসংখ্যা
D)প্রকৃতি ও মানুষ
Ans. D) প্রকৃতি ও মানুষ।
5.ভূগোলের মূল শাখাগুলি হল…
A) প্রাকৃতিক ভূগোল,জীব ভূগোল ও মানবিক ভূগোল।
B )প্রাকৃতিক ভূগোল ও জীব ভূগোল
C) প্রাকৃতিক ও মানবিক ভূগোল
D) জীব ভূগোল ও মানবিক ভূগোল।
Ans. A) প্রাকৃতিক ভূগোল,জীব ভূগোল ও মানবিক ভূগোল।
6.প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে…..
A)ভৌতবিজ্ঞান
B)পরিবেশ বিজ্ঞান
C)জীববিজ্ঞান
D) সমাজবিজ্ঞান
Ans.A) ভৌতবিজ্ঞান।
7.জীব-ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে।
A) ভৌত বিজ্ঞান
B) পরিবেশ বিজ্ঞান
C) জীব বিজ্ঞান
D) সমাজ বিজ্ঞান
Ans.C)জীব বিজ্ঞান।
8.মানবিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে।
A )ভৌত বিজ্ঞান
B )পরিবেশ বিজ্ঞান
C )জীব বিজ্ঞান
D )সমাজ বিজ্ঞান
Ans. D) সমাজ বিজ্ঞান।
9.জলবায়ু বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হল….
A) পদার্থবিদ্যা
B)ভূ-তত্ত্ব
C) উদক-বিজ্ঞান
D) আবহাওয়া বিজ্ঞান
Ans. D)আবহবিজ্ঞান।
10. মহাসাগর বিজ্ঞানের সঙ্গে ভূগোলের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে, সেটি হল….
A) পদার্থবিদ্যা
B) ভূ-তত্ত্ব
C) উদক বিজ্ঞান
D) আবহবিজ্ঞান
Ans.C )উদক বিজ্ঞান।
11.মৃত্তিকা ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে….
A) মৃত্তিকা বিজ্ঞান
B) ভূতত্ত্ব
C) সমাজ বিজ্ঞান
D) আবহবিজ্ঞান
Ans. A) মৃত্তিকা বিজ্ঞান।
12.প্রাচীন ভারতে গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোলের উন্নতিতে যিনি অবদান রেখেছেন….
A) আর্যভট্ট
B) কালিদাস
C) ভবভূতি
D) জীবক
Ans.A) আর্যভট্ট।
13.উদ্ভিদ ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হল…..
A) উদ্ভিদবিদ্যা
B) প্রাণিবিদ্যা
C) পরিবেশ বিজ্ঞান
D) ভৌতবিদ্যা
Ans. A)উদ্ভিদবিদ্যা।
- প্রাণী ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হল
A )উদ্ভিদবিদ্যা
B )প্রানীবিদ্যা
C )পরিবেশ বিজ্ঞান
D )ভৌতবিজ্ঞান
Ans. B )প্রাণীবিদ্যা।
15.জনসংখ্যা ভূগোলের সঙ্গে জ্ঞান চর্চার যে ক্ষেত্রটির সবচেয়ে নির্ভুল সম্পর্ক আছে,সেটি হল…..
A) জনসংখ্যাবিদ্যা (ডেমোগ্রাফি)
B) রাষ্ট্রবিজ্ঞান
C) অর্থনীতি
D) পরিবেশ বিজ্ঞান
Ans.A) জনসংখ্যাবিদ্যা(ডেমোগ্রাফি)।
16.রিমোট সেন্সিং পদ্ধতি যে কাজে লাগে….
A )মানচিত্র নির্মাণ
B )সাহিত্য চর্চা
C )শিল্পচর্চা
D )সংস্কৃতি চর্চা
Ans. A) মানচিত্র নির্মাণ।
17.উইলিয়াম মরিস ডেভিস ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন…..
A) মহাসাগর বিজ্ঞান
B) ভূমিরূপবিদ্যা
C) জলবায়ুবিদ্যা
D) মৃত্তিকা ভূগোল
Ans. B) ভূমিরূপ বিদ্যা।
18.কোপেন ভূগলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন..…
A) মহাসাগর বিজ্ঞান
B)ভূমিরূপ বিদ্যা
C) জলবায়ু বিদ্যা
D)মৃত্তিকা ভূগোল
Ans. C)জলবায়ুবিদ্যা।
19.ডকুচেভ ভূগোলের কোন্ শাখার অন্যতম প্রবক্তা ছিলেন…..
A)মহাসাগর বিজ্ঞান
B)ভূমিরূপ বিদ্যা
C) জলবায়ু বিদ্যা
D) মৃত্তিকা ভূগোল।
Ans. D)মৃত্তিকা ভূগোল
20.হান্টিংটন ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন….
A) মানবিক ভূগোল
B)ভূমিরূপবিদ্যা
C)জলবায়ুবিদ্যা
D)মৃত্তিকা ভূগোল
Ans. A)মানবিক ভূগোল।
লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর


