থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর

থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর
21 May 2022, 09:45 PM

থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ পিভি সিন্ধুর

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ড ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু। আজ তিনি একেবারেই চেনা ছন্দে ছিলেন না। বিশ্বের চার নম্বর শাটলার চিনের চেন ইউ ফেইয়ের মুখোমুখি হয়েছিলেন বিশ্বের সাত নম্বর শাটলার সিন্ধু। সিন্ধুকে চেন হারালেন ২১-১৭, ২১-১৬ ব্যবধানে।

 

চিনা তারকা শাটলার চেন ইউ ফেইয়ের কাছে টুর্নামেন্টের সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভারতের সিন্ধু। বিশ্বের চার নম্বর শাটলার চেন ইউয়ের কাছে ১৭-২১, ১৬-২১ ব্যবধানে হারেন বিশ্বের সাত নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার সিন্ধু। ৪৩ মিনিটের লড়াইয়ে সিন্ধুকে ঘুরে দাঁড়াতেই দেননি চেন ইউ।

এদিকে অনুশীলন কোর্ট নয় ভগবানের দ্বারস্থ সাইনা। অনুশীলনে কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। শেষ পর্যন্ত কেদারনাথের শরণাপন্ন হলেন সাইনা। বাবা হরবীর সিংহের সঙ্গে কেদারনাথ যাওয়ার ছবি নেট মাধ্যমে দিয়েছেন সাইনা। লিখেছেন, হর হর মহাদেব। কেদারনাথ। জয় মহাকাল।পুণ্য অর্জনের সুফল কি তাঁর ব্যাডমিন্টনকেও সঠিক দিশা দেখাতে পারবে?

 

দেশ-বিদেশের নামী খেলোয়াড়রা তো বটেই ইদানিং অনামী খেলোয়াড়রাও হারিয়ে দিচ্ছেন সাইনাকে। দিন কয়েক আগে তাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডেও হেরেছেন। টানা ব্যর্থতায় হতাশ সাইনা নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় দল থেকেও। এবার ছন্দ ফিরে পেতে ভগবানের দ্বারস্থ হলেন সাইনা।

Mailing List