পুরুলিয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত কাটতে না কাটতেই আবার পুরুলিয়ার সাঁওতালডিহিতে দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস ট্রেন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত কাটতে না কাটতেই আবার পুরুলিয়ার সাঁওতালডিহিতে দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস ট্রেন 06 Jun, 2023 বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পুরুলিয়ার হুড়া থানার একই পরিবারের ৩ জন ভেঙ্গে পড়েছেন কান্নাতে। 03 Jun, 2023 পুরুলিয়ার রঘুনাথপুর ও বাঘমুণ্ডি থানা এলাকায় ভয়াবহ আগুনে চাঞ্চল্য দোকানের মালিক রাজু শুকুল জানান, বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় 02 Jun, 2023 Purulia মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতে CPI(M) এর ক্ষেত মজুর কর্মী ইউনিয়নের গণডেপুটেশন দাবিগুলির মধ্যে ছিল ১০০দিনের কাজের বকেয়া মজুরী প্রদান 01 Jun, 2023 Purulia জামাই ষষ্ঠীতেই ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে পরপর কোপ, হাড় হিম করা ঘটনা পুরুলিয়ার খবর পেয়েই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। 25 May, 2023 Purulia নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় পুরুলিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই বাঁধ ভাঙল জনতার রোড শো এর প্রতিটি জায়গাতেই জন প্লাবনের ছবিতে বিন্দুমাত্র ফাটল নেই। 24 May, 2023 পুরুলিয়ায় জাম ফলের গ্রাম, মরশুমেই রোজগার ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিবরিটিকর গ্রামের কোনো এক গ্রামবাসীর দুটো জাম গাছ ছিল। 24 May, 2023 কুড়মিদের আদিবাসী করা যাবে না, এই দাবিতে বনধের প্রভাব পুরুলিয়াতেও সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিলো। 22 May, 2023 মাশরুম চাষে নতুন দিশা দেখাতে তৈরি পুরুলিয়া, প্রশিক্ষণ থেকে যন্ত্র দিয়ে সাহায্য প্রশাসনের সম্প্রতি হয়ে গেলো সত্তর জন মহিলা,পুরুষ মাশরুম চাষীকে নিয়ে পোয়াল ছাতু বা মাশরুমের হাতেকলমে প্রশিক্ষণ শিবির। 13 May, 2023 সাঁওতালডিহিতে সাংসদ দিলীপ ঘোষের পাল্টা মিছিল ও সভা তৃণমূলের ঐ এলাকাতেই পাল্টা মিছিল ও সভা করল শাসকদল তৃণমূল। 12 May, 2023 ভোজালির কোপে দুই ভাইকে খুন পুরুলিয়ার রঘুনাথপুরে! চাঞ্চল্য এলাকায় রঘুনাথপুর থানার আই সি অর্ঘ্য মন্ডল সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে যান রঘুনাথপুরের এসডিপিও অভিনাশ ভিমরাও যোধাবার। 11 May, 2023 পঞ্চায়েত সদস্যের বাড়ির দরজার সামনে বোমা পুরুলিয়ায়! কে বা কারা ওই বোমা সেখানে ফেলে গেলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 10 May, 2023 মোবাইলের ব্যাটারি ফেটে পুরুলিয়ায় জখম নাবালক পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগেও প্রায়দিনই মোবাইলের পুরানো ব্যাটারি দিয়ে লাইট জ্বালাতো ওই কিশোর। 10 May, 2023 পুরুলিয়ার কাশীপুরে উল্টে গেল লোহার পাইপ বোঝাই গাড়ি, মৃত দুই, আহত ৩ ঘটনায় গুরুতর আহত আরও ৩ জন। 07 May, 2023 আজসু দলে ফের যোগদান পুরুলিয়ার বাঘমুন্ডিতে এবারের পঞ্চায়েতে বিজেপির সাথে জোট মোটেই নয়, এই দল একা প্রার্থী দিয়ে নির্বাচনে লড়াই করবে। 07 May, 2023 ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পুরুলিয়ায় দেওয়াল লিখন পারগানা মহলের সহ সভাপতি কেদার সিং মুড়া বলেন, ২০০৬ সালের যে বনাধিকার আইন তা পরবর্তী কালে পার্লামেন্টে মান্যতা দিয়েছে 07 May, 2023 বিধায়ক সুশান্তর হাত ধরে তৃণমূলে যোগদান পুরুলিয়ার বাঘমুন্ডিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুণ্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। 06 May, 2023 বকেয়া বেতন না পেয়ে পুরুলিয়ার বাঘমুন্ডিতে রাস্তার কাজ বন্ধ করে দিল শ্রমিকরা শ্রমিকদের যা সমস্যা রয়েছে তা সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। 05 May, 2023 জঙ্গলমহলে এতকাল আমরা ভালুক, হাতি খেদিয়েছি, এবার তৃণমূলকে জঙ্গলমহল থেকে খেদিয়ে কলকাতা পৌঁছে দিতে হবে: দিলীপ ঘোষ পুরুলিয়া জেলার ১৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সমস্ত পঞ্চায়েতই দখল করবে বিজেপি। 05 May, 2023 বুদ্ধ পুর্ণিমায় শিকার উৎসব, বন্যপ্রাণী হত্যা রোধে প্রচার শুরু পুরুলিয়ায় মাঠা বনাঞ্চলের পক্ষ থেকে জানা গিয়েছে, সচেতনতার প্রচার চালানো হচ্ছে। 04 May, 2023 সাইবার ক্রাইমের শিকার ঠিকা শ্রমিক রঘুনাথপুরে, খোয়া গেল ৪৪ হাজার টাকা, পুলিশের দ্বারস্থ পুরুলিয়ার সাইবার ক্রাইম এর থানাতে পাঠানো হচ্ছে। 03 May, 2023 আদালত থেকে ফেরার পথে মহিলা আইনজীবীর স্কুটিতে ধাক্কা বাইকের, আহত তিন পুরুলিয়ার চেলিয়ামায় বাড়ি রঘুনাথপুর ২ব্লকের গুরুডি গ্রামে। 03 May, 2023 ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা পুরুলিয়ার চেলিয়ামাতে মৃত মহিলার নাম সীমা মাহাত 28 Apr, 2023 তৃণমূল নেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পুরুলিয়ার চেলিয়ামাতে, দলীয় কার্যালয়ে মৃতদেহ রেখে শেষ শ্রদ্ধা এদিন দুপুরে তৃণমূল নেতার মরদেহ নিয়ে আসা হয় চেলিয়ামার তৃণমূলের দলীয় কার্যালয়ে। 28 Apr, 2023 অনির্দিষ্ট কালের অবস্হান ধর্না পুরুলিয়ার ভোজুডি কোল ওয়াসারিতে অবিলম্বে পুরাতন ওয়াসারিকে কয়লা দিতে হবে। 24 Apr, 2023 পুরুলিয়ার রঘুনাথপুরে মোটর বাইকে করে অবৈধ কয়লা পাচার, গ্রেফতার ১, পুলিশ দেখে দৌড়ে পালালো কয়েকজন ১৬কুইন্টাল কয়লা সহ চারটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে রঘুনাথপুর থানার পুলিশ। 24 Apr, 2023 তৃণমূলের সাংগঠনিক বৈঠক রঘুনাথপুর ২ ব্লকের নতুনডি গ্রামে, উপস্থিত ব্লক সভাপতি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। 23 Apr, 2023 বাড়ির পাশে বাগানের জালে আটকে অজগর সাপ! পুরুলিয়ার খাঁটরা গ্রামে আতঙ্ক প্রতিবেশী তথা ঐ গ্রামের বাসিন্দা অসিত বাউরি বলেন, বাড়ির পাশে অজগর উদ্ধার হওয়াতে সারা গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। 23 Apr, 2023 পুরুলিয়ার কাশীপুরে পানীয় জলের দাবিতে হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধ মহিলাদের সমাধানের আশ্বাস পাওয়ার পর মহিলারা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়। 21 Apr, 2023 পুলিশ লাইনে হঠাৎ গুলির শব্দ পুরুলিয়ায়, সকলে ছুটে যেতেই দেখেন লুটিয়ে পড়েছে এক পুলিশকর্মী ঘটনার পরেই জেলা পুলিশের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। 20 Apr, 2023 খাবারে বিষক্রিয়া, অসুস্থ ৩০ জন পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের ডুমুরকোলা গ্রামে, গ্রামে পৌঁছাল মেডিক্যাল টিম হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা শুরু হয়েছে। 20 Apr, 2023 তীব্র তাপপ্রবাহে পুরুলিয়ায় মৃত্যু ভিন রাজ্যের মহিলার কাউন্সিলার বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। স্হানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঐ মহিলার মৃত্যু হয়েছে। 20 Apr, 2023 পুরুলিয়ার গ্রামে মিললো প্রাচীন পুঁথির অংশ, ফিল্ড ওয়ার্কে সামিল সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান এবং আদিবাসী অধ্যয়ন বিভাগ তবে শুধু সমীক্ষার কাজই নয়, একইসঙ্গে ড. ওঁরাও এর নির্দেশে ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহন করছে প্রতিনিয়ত। 16 Apr, 2023 রাজ্যে পেঁয়াজ উৎপাদন বাড়াতে নয়া উদ্যোগ পুরুলিয়ায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের পাশাপাশি সংরক্ষণের জন্য তৈরি হল গুদাম এবার সেই পেঁয়াজ সংরক্ষণের জন্য চাষিদের তৈরি করে দেওয়া হল গুদাম। 16 Apr, 2023 মানভূমের মহান স্বাধীনতা সংগ্রামী বিভূতি ভূষণ দাশগুপ্ত স্মরণে কর্মবীর বিভূতিভূষণ দাশগুপ্ত নামেই অধিক পরিচিত 15 Apr, 2023 পুরুলিয়ার জিলপা লায়াকে কেন ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়েছিল জানেন? শহিদ দিবসে স্মরণ করলেন ভূমিজ সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ চাটুকারদের বিশ্বাসঘাতকতায় অবশেষে একদিন এই পরাক্রমশালী সেনাপতি জিলপা কে বন্দি হতে হয়। 13 Apr, 2023 ১৯ দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ পুরুলিয়ার বাঘমুন্ডিতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের বাঘমুণ্ডি ব্লক কমিটির সম্পাদক রামপদ সরেন 11 Apr, 2023 ৫ দিনের ভোগান্তি শেষে ফিরল স্বস্তি, পুরুলিয়ায় উঠে গেল কুড়মিদের রেল অবরোধ পুরুলিয়ায় অবরোধ উঠলেও, খেমাশুলিতে কুড়মিদের আন্দোলন এখনও চলছে। 09 Apr, 2023 পুরুলিয়াতেও অবরোধে কুড়মিরা, বিঘ্ন ট্রেন চলাচলে তপশিলি উপজাতি না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। 06 Apr, 2023 স্বামীকে খুন করে সেফটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে নিখোঁজ ডায়েরি থানায়! পুরুলিয়ায় অবাক কান্ড বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, উত্তরা মাহাতোর সঙ্গে ক্ষেত্রপালের ৫ বছর ধরে সম্পর্ক ছিল। 06 Apr, 2023 স্কুল চলাকালীন হস্টেল বিল্ডিংয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী, পুরুলিয়ায় চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মধুমিতা সরেন (১৭)। 06 Apr, 2023 কৃষক সভার পথ মিছিল ও সভা পুরুলিয়ার সুইসায় পথ মিছিল শেষে একটি সভা হয় নেতাজী সুভাষ মার্কেট চত্বরে 05 Apr, 2023 Page 1 of 20Prev1234Next