‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’র উদ্যোগে পুরুলিয়ায় অনুষ্ঠিত হল মার্চ ফর সায়েন্স
ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আজ পুরুলিয়া শহর, বান্দোয়ান, রঘুনাথপুর, ঝালদা শহরে অনুষ্ঠিত হল মার্চ ফর সায়েন্স।শিক্ষক মাননীয় প্রহ্লাদ মাহাত বিজ্ঞান মনষ্কতা গড়ে তোলা, বিজ্ঞান গবেষণার তাৎপর্য ও সংকট, কুসংস্কারের ভয়াবহতা, শিক্ষার ব্যবস্থার সংকট সহ নানান বিষয় তুলে ধরেন।