পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়
19 Sep 2022, 07:20 PM

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ায়

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরুলিয়ার মাগুরিয়া গ্রামের অদূরে। মোটরবাইক আরোহী ওই যুবককে একটি খড়বোঝাই গাড়ি ধাক্কা মারলে গুরুতর জখম হয়। জখম ওই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম ভিকি খান (২৩)। বাড়ি চাষের বোকারো স্টিল সিটিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও তার বন্ধু মোটর সাইকেলে পুরুলিয়া আসছিলেন। মাগুড়িয়া মোড়ের কাছে দ্রুতগতিতে আসা খড়বোঝাই গাড়িটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারলে দুই যুবক ছিটকে পড়ে।  গুরুতর জখম হয় ভিকি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। অবশ্য সঙ্গে থাকা অপর যুবক তেমন কোনও চোট পাননি। এই ঘটনার পরে স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী‌। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Mailing List