চাকরির খবর- পুরুলিয়ায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে

চাকরির খবর- পুরুলিয়ায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে
30 Aug 2022, 07:15 PM

চাকরির খবর- পুরুলিয়ায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুরুলিয়া জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। পুরুলিয়া জেলার পুরুলিয়া সদর ও মানবাজার মহকুমার বিভিন্ন ব্লকে একগুচ্ছ পদে আশা কর্মী ‌নিয়োগ করা হবে।

মোট শূন্য পদের সংখ্যা- ৬৯

বরাবাজার ব্লকে-৮, বান্দোয়ান ব্লকে -৭, পুঞ্চায়-৪, মানবাজার-১ নম্বর ব্লকে ৫টি ও মানবাজার-২ নম্বর ব্লকে ১৮টি।

আড়ষা ব্লকে-৪, বলরামপুর ব্লকে ৭টি, হুড়া ব্লকে ৬টি, পুরুলিয়া-১ ব্লকে ৫টি এবং পুরুলিয়া-২ ব্লকে ৫টি।

৩০-৪০ বছর বয়সী মহিলারা আবেদন জানাতে পারবেন। তপসিলি জাতি ও উপজাতিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। বিবাহিতা, বিধবা ও বিবাহ বিচ্ছিন্নারা আবেদন করতে পারবেন। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড -১ এবং গ্রেড দুই এর সদস্যও হতে হবে তাঁদের। মাধ্যমিক পাশ হতে হবে। ইন্টারভিউ এবং মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

বিশদ জানার জন্য বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হল। লিঙ্ক ক্লিক করলেই বিশদে জানা যাবে। পাওয়া যাবে আবেদনপত্রও। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২।

http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_16.pdf

http://purulia.gov.in/services/notice/employment/employment_ASHA_19.pdf

 

Mailing List