চিকিৎসকের মানবিক মুখ, গাড়ির ধাক্কায় আহত যুবকের সুশ্রুষা করলেন চিকিৎসক সৌমাল্য কুন্ডু

চিকিৎসকের মানবিক মুখ, গাড়ির ধাক্কায় আহত যুবকের সুশ্রুষা করলেন চিকিৎসক সৌমাল্য কুন্ডু
আশিস বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়ায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হল এক যুবক। আহত ওই যুবকের নাম সুমন্ত নন্দী। বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর থানার বিলতোড়া গ্রামে।
জানা যায়, মঙ্গলবার সকালে সুমন্ত নন্দী নামের যুবকটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল রঘুনাথপুর-বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতোড়া গ্রামের মোড়ে। তখনই যুবককে ধাক্কা মারে পুরুলিয়া শহরের বাসিন্দা তথা চিকিৎসক সৌমাল্য কুন্ডুর গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয় যুবক। ঘটনার পর ওই চিকিৎসক গাড়ি নিয়ে পালিয়ে না গিয়ে মানবিকতার পরিচয় দিলেন তিনি। আহত যুবকটিকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তাঁর চিকিৎসার তদারকি করেন। ওই চিকিৎসকের এহেন কাজ দেখে আহত যুবকের পরিবারের আত্মীয়রা থেকে সাধারণ মানুষজন হতবাক হয়েছেন। মানবিকতার পরিচয় দেওয়া ওই চিকিৎসককে সকলেই ধন্যবাদও জানিয়েছেন।

