বাড়ির মহিলাদের মৎস্য চাষে উৎসাহ যোগাচ্ছে রাজ্য
বাঙালির মৎস্য প্রীতির উল্লেখ আছে বেশকিছু ধ্রম্নপদী সাহিত্যে। প্রাচীন সাহিত্য 'প্রাকৃত পৈঙ্গলে' লেখা হয়েছে 'যে স্ত্রী লোক প্রতিদিন তার স্বামীকে মৌরলা-মাছের ঝোল খাওয়ান সে স্বামী হয় পুণ্যবান বা ভাগ্যবান।' আর বর্তমানে হলদিয়ায় মহিলাদের কেবল মাছ রান্না নয়, কিভাবে মাছের চাষ করে সংসারে সচ্ছলতা ফেরানো যায় সেই বিষয়ে হাতে কলমে পাঠ দেওয়া হল।