পূর্ব মেদিনীপুর অনুষ্ঠিত হলো ‘আঁখিপট’-পত্রিকার বর্ষবরণ ও সাহিত্য বাসর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন পিঙ্গলাক্ষী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বজিৎ বৈদ্য সম্পাদিত ‘আঁখিপট’ সাহিত্য পত্রিকার সপ্তম সংখ্যার প্রকাশ ও সেইসঙ্গে বর্ষবরণ অনুষ্ঠান ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হলো 18 Apr, 2021 দিঘায় সমুদ্রে তলিয়ে মৃত্যু যুবকের তাকে পুলিশ এবং নুলিয়ারা উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 10 Apr, 2021 আবারও উত্তাল নন্দীগ্রাম, মৃতদেহ রেখে বিক্ষোভের হুমকি তৃণমূলের আজ, তাঁর মৃত্যু হয়েছে। 09 Apr, 2021 শিশির অধিকারী কী রাজ্যপাল হচ্ছেন? ফের তৈরি হল নতুন জল্পনা সূত্রের খবর, পশ্চিমবঙ্গ লাগোয়া কোনও রাজ্যেই তাঁকে রাজ্যপাল করা হতে পারে। 07 Apr, 2021 নন্দীগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বিগ্ন দিব্যেন্দু অধিকারী, চিঠি জেলাশাসককে নন্দীগ্রামে নির্বিঘ্নে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, তেমনই সংশয়ের কথাটিও উল্লেখ করেছেন। 02 Apr, 2021 ‘বেগম হারছে’, হাসিতে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শুভেন্দু, ছাপ্পা বলেও জেতার কথা মমতার মুখেও শুভেন্দু অধিকারী ছাপ্পা ভোট বা সন্ত্রাসের কোনও অভিযোগও তোলেননি। 01 Apr, 2021 ৬৩টি অভিযোগ করেও মুখ্যমন্ত্রীর দাবি, ‘নন্দীগ্রামে আমিই জিতব’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। 01 Apr, 2021 ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভোট হচ্ছে রাজ্যে, কমিশন নীরব,’ নন্দীগ্রামে তীব্র ক্ষোভ উগরে দিলেন মমতা তিনি বলেন, এখানকার বিজেপি প্রার্থী চুড়ান্ত গুন্ডামি করেছে। 01 Apr, 2021 ক্ষিপ্ত মমতা, নন্দীগ্রামে হাসছেন শুভেন্দু, বলছেন ‘আমরা পরিকল্পনা করে চলি’ হুইলচেয়ারেই বুথে পৌঁছলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 01 Apr, 2021 চরম উত্তেজনা নন্দীগ্রামে, আদালতে যাওয়ার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী বয়ালের ওই বুথে বসেই রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 01 Apr, 2021 নন্দীগ্রামে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ বিজেপি বলছে এই ঘটনা নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 01 Apr, 2021 অশান্তি এড়াতে ভিভিআইপি কেন্দ্রের ভোট ১৪৪-এর ঘেরাটোপে কেবলমাত্র নন্দীগ্রামের নিরাপত্তা বজায় রাখার জন্য আইপিএস পদমর্যাদার অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ ত্রিপাঠীকে। এবং শুধুমাত্র নন্দীগ্রামের জন্য পাঠানো হয়েছে আরেক আই পি এস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে 31 Mar, 2021 কমিশনের তীক্ষ্ম নজরে নন্দীগ্রাম, ২৪ ঘণ্টা আগে পুলিশে রদবদল মহিষাদল, হলদিয়ায় বিজেপির অভিযোগ, তিনি প্রচার সেরে যখন ফিরছিলেন তখন একদল লোক তাঁর গাড়ি ঘিরে ধরে আক্রমণ করে। ভাঙচুর করা হয় গাড়ি। 31 Mar, 2021 হঠাৎ মুকুল রায়ের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়র মুখে মুকুল রায় ২০১৭ সালে তৃণমূল কংগ্রেস ছাড়ার আগে ছিলেন দলের নম্বর টু। ছিলেন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এখন বিজেপিতে। দলের সর্ব ভারতীয় সহ সভাপতি। তাঁকে এবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। 30 Mar, 2021 বাড়ছে উত্তাপ, নন্দীগ্রামে ভোটে নিরাপত্তা আরও বাড়াল কমিশন এলাকা বিশেষে কয়েকটি সিঙ্গেল বুথেও আটজন করে জওয়ান মোতায়েন করা থাকবে। 30 Mar, 2021 মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে বললেন অমিত শাহ্ আজ যখন অমিত শাহ্ এই কথা বলছেন , রোড শো করছেন, সেই সময় নন্দীগ্রামেই সভা এবং রোড শো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 30 Mar, 2021 উঠে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নন্দীগ্রামের মাটিতেই টেঙ্গুয়ার সভাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী 30 Mar, 2021 নন্দীগ্রামে মমতার গাড়ি ঘিরে জয় শ্রীরাম শ্লোগান, উত্তেজনা চরমে রেয়াপাড়ার পরে মহম্মদপুর বাজারেও একই ঘটনা ঘটে 30 Mar, 2021 হুইলচেয়ারেই নন্দীগ্রামে রোড শো মুখ্যমন্ত্রীর, শুভেন্দু বললেন, ‘দেউলিয়া দিদি’ রাজ্য-রাজনীতি তোলপাড়। 29 Mar, 2021 নন্দীগ্রামে শুভেন্দুর ওপর হামলা, তেড়ে গেল একদল মানুষ শুভেন্দু অধিকারীর গাড়িতেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। 29 Mar, 2021 ছাব্বিশের বদলে অমিতকে শাহকে রস ছাড়া রসগোল্লা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাকি চারটে কি সিপিএম-কংগ্রেসের? ৩০–এ–৩০ বলুন না! 28 Mar, 2021 শুভেন্দু অধিকারীকে কেন এতটা গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা থেকে পরিষ্কার একটি নির্বিষ সাপ হিসেবে শুভেন্দুকে দেখতে চেয়েছিলেন 28 Mar, 2021 নন্দীগ্রামে মমতা, প্রথম দফার ভোটে বিজেপি রসগোল্লা পাবে এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি! গতকালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা আসন পাব! মানুষই বলবে কে জিতবে, আমি নয় 28 Mar, 2021 আজ নন্দীগ্রামে মমতা, সভা করবেন সেই বিরুলিয়া বাজারেও গত ১০ মার্চ, মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে জনসংযোগের সময়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান মমতা 28 Mar, 2021 নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! কী প্রস্তাব দিলেন তিনি? এব্যাপারে মুখ্যমন্ত্রী বা তৃণমূল এখনও প্রকাশ্যে কিছু বলেনি। 27 Mar, 2021 শুভেন্দু গড়ে ভোটে অশান্তির আশঙ্কা, সাত কেন্দ্রে থাকছে প্রায় ১৯ হাজার বাহিনী সাতটি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৪৩৭টি 26 Mar, 2021 ‘সব ফুল দেখে নিয়েছি, এবার দা আনো আর কাটো’, মিনাক্ষীকে বলল নন্দীগ্রাম বললেন, আর তাঁরা কোনও ফুলের পক্ষেই রায় দেবেন না। 25 Mar, 2021 নন্দীগ্রামে দাঁড়িয়েই ‘বিশ্বাসঘাতক’কে বিসর্জন দেওয়ার ডাক অভিষেকের নন্দীগ্রাম এবার বিধায়ক নির্বাচিত করবে না, বাংলার মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করবে। বুথে বুথে মীরজাফর, গদ্দারের জামানত জব্দ হবে 24 Mar, 2021 সবাই ভারতমাতার সন্তান, কেউ বহিরাগত নয়, তৃণমূল কংগ্রেস নেত্রীকে জবাব প্রধানমন্ত্রীর বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগররা বলেছেন, আমরা সবাই ভারতমাতার সন্তান। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। সবাই ভারতমাতার সন্তান। 24 Mar, 2021 নন্দীগ্রামের মানুষকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, কাঁথির সভায় কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর দিদি, বাংলার মানুষ, এমনকি বাচ্চারাও আপনার খেলা বুঝে গিয়েছেন 24 Mar, 2021 মুখ্যমন্ত্রী-শুভেন্দুর বিরুদ্ধে লড়ছেন পাঁচ হাজার টাকা ভাতা পাওয়া মীনাক্ষী!! তাঁর সম্পত্তি কত? মীনাক্ষী ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করার পরে ২০১০ সালে বি এড করেছেন 23 Mar, 2021 ‘আমি একটু গাধা আছি, বোকা আছি’ – এমন কথা কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই বেরিয়ে এলো আসল তথ্য। যা ফাঁস করলেন নিজেই। 21 Mar, 2021 পদ্ম চাষের জন্য মাঠ পরিষ্কার, বিজেপিই জিতবে, অমিত শাহের মিটিংয়ে গিয়ে বললেন শিশির অধিকারী শিশিরবাবু জানান, উন্নয়নের জন্যই কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকতে হবে। সেন্ট্রাল গভর্ণমেন্টের ক্ষমতা কত, তা আমার জানা আছে। 21 Mar, 2021 মেদিনীপুর একজনের জমিদারি ছিল, নাম না করেই শিশির অধিকারীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যাঁরা ওদের কথা শুনবে তাঁরাই থাকবে, যাঁরা শুনবে না, থাকবে না, এটাই ছিল নিয়ম। 21 Mar, 2021 শাহি সভায় শিশির, ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন, নাকি সোনার বাংলা’, প্রশ্ন অমিত শাহের অমিত শাহ বলেন, এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে। 21 Mar, 2021 আজকেই অমিত শাহের সভাতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী ইতিমধ্যেই শিশির অধিকারী বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছেন এগরার উদ্দেশে 21 Mar, 2021 মুখ্যমন্ত্রীর বারবার ভোট পাহারার কথায় বাড়ছে চিন্তা, কর্মীদের ওপর কী ভরসা হারাচ্ছে তৃণমূল এটাও বলছেন যে, স্ট্রং রুমের পাহারায় কড়া নিরাপত্তা থাকলেও যেন কর্মীরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। 20 Mar, 2021 যন্ত্রণা অনুভব করেও হলদিয়াতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী এদিনও উন্নয়নের প্রতিশ্রুতি ছিল তাঁর বক্তব্যে। 20 Mar, 2021 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে শিক্ষক সংখ্যা দ্বিগুণ করা হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি নিয়ে অনেকে আগে গদ্দারি করেছে সেটা আমি জানি। চিন্তা করবেন না, এবার ‘ডাইরেক্ট নিয়োগ’ হবে, কারোর ‘থ্রু’তে হবে না। 19 Mar, 2021 গাড়ি , সোনা কিছু নেই, হাতে মাত্র ৫ হাজার টাকা! শুভেন্দু অধিকারীর সম্পত্তি কত? এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে মাত্র ১৫০০ টাকা। তিনি দলের ফুল টাইমার হিসাবে মাসে পান মাত্র ৫ হাজার টাকা। তাঁর নামে কোন স্থাবর, অস্থাবর সম্পত্তি কিচ্ছু নেই। এমনকি গয়নাও নেই। 18 Mar, 2021 শুভেন্দুর সভা ঘিরে অশান্তি, বিজেপি প্রার্থীকে ‘গো-ব্যাক’ স্লোগান, ফের রক্তাক্ত নন্দীগ্রাম এবার হাইভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এখানে ক্রমশ বাড়ছে উত্তাপ। 18 Mar, 2021 নন্দীগ্রামের সোনাচূড়ায় শুভেন্দুকে গো ব্যাক শ্লোগান, দু’পক্ষের সংঘর্ষে আহত অনেকেই ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী গিয়েছে। অন্যদিকে তৃণমূল পথ অবরোধ শুরু করেছে। 18 Mar, 2021 Page 1 of 16Prev1234Next