মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফের বর্ধমানের মিষ্টি হাব চালুর তৎপরতা শুরু করলো প্রশাসন
মিষ্টি হাব নিয়ে এদিনের বৈঠকে জেলা শাসক প্রিয়াংকা সিংলা ছাড়াও পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক নিশীথ মালিক, জাতীয় সড়কের প্রতিনিধি,পরিবহন দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।