পুজো মানে রাস্তা বন্ধ যেন না হয়, শ্রীভূমি পুজো উদ্বোধনে সুজিত বোসকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পুজো মানে রাস্তা বন্ধ যেন না হয়, শ্রীভূমি পুজো উদ্বোধনে সুজিত বোসকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
22 Sep 2022, 11:15 PM

পুজো মানে রাস্তা বন্ধ যেন না হয়, শ্রীভূমি পুজো উদ্বোধনে সুজিত বোসকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাস্তা যেন বন্ধ না হয়। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের পর স্পষ্ট ভাষায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর খাসতালুকে দাঁড়িয়ে এভাবেই কার্যত তাঁকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে গোটা কলকাতা সুজিত বোসের পুজো বলেই জানে। বৃহস্পতিবার বিকেলে সেই পুজো উদ্বোধনের পর মঞ্চে দাঁড়ানো দমকল মন্ত্রীকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ যেন না হয়। লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।

বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ওরা যদি রাস্তা বন্ধ করে আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব। সেই সঙ্গে পুজোর মঞ্চ থেকেই সুজিত বোসকে আরও একবার মন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মন্ত্রী থাকার অর্থ কী, কোনও পদে থাকার অর্থ কী তা বুঝতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সব পুজো দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। দমকলমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার। মুখ্যমন্ত্রীর নির্দেশ শুনে সুজিতও মাথা নেড়ে সম্মতি জানান, বুঝিয়ে দেন, দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে মানবেন তিনি। এই প্রসঙ্গে মমতা আরও বলেন, আপনারা ভাববেন না পুজোর সময় আমি ছুটি নিয়ে বাড়িতে বসে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন আমি পাহারাদার হিসেবে তাঁদের পাহারায় থাকি। তারপরই তিনি বলেন, আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব। যদি অন্যরকম কিছু ঘটে তাহলে কিন্তু আমার মুখে অন্য ভাষা শোনা যাবে। গতবার সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের আদলে তৈরি প্যান্ডেলে ব্যাপক ভিড় হয়েছিল। ভিড়ের চাপে ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ উঠেছিল বারবার।

Mailing List