সুন্দরবনের সমাজ ও আধুনিক সাহিত্য নিয়ে রচিত এক অনন্য গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ

সুন্দরবনের সমাজ ও আধুনিক সাহিত্য নিয়ে রচিত এক অনন্য গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ
23 Nov 2021, 11:15 AM

সুন্দরবনের সমাজ ও আধুনিক সাহিত্য নিয়ে রচিত এক অনন্য গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ

 

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত ২০ শে নভেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাকক্ষে সমকালের জিয়নকাঠি দুই বাংলার কথাসাহিত্য বিশেষ সংখ্যা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে পত্রিকা প্রকাশ ও প্রায় ২৪ টি গ্রন্থের সাথে সাথে প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের এক সরকারি কলেজের অধ্যাপক ড. শেখ রেজওয়ানুল ইসলামের গবেষণাধর্মী এক অনন্য গ্রন্থ "সুন্দরবনের জনসমাজ ও আধুনিক সাহিত্য"। স্বাধীনতা পরবর্তী সুন্দরবন উপজীব্য উপন্যাস ছোটগল্প ও আধুনিক কবিতার আকল্পে সুন্দরবনের সমাজ ও জীবনকে নতুন রূপে বিনির্মাণ করেছেন লেখক।প্রকাশক নাজিবুল ইসলামের কথায়, 'সুন্দরবনের সাহিত্য নিয়ে রচিত এমন গ্রন্থ এই প্রথম। ৪০০ পৃষ্ঠার এ এক মহাগ্রন্থ।'

 

গ্রন্থটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন প্রখ্যাত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.স্নেহমঞ্জু বসু। উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.সাইদুর রহমান, কলা অনুষদ ড.তপন মন্ডল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মিদ্দ্যে, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সোমা ভদ্র রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম বক্স মণ্ডল ,সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য,বীরেন শাসমল,তন্বী হালদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

   

এছাড়া ড. রাকেশ মণ্ডলের 'সুন্দরবন কেন্দ্রিক উপন্যাসে মানুষের অস্তিত্বরক্ষার সংগ্রাম'। ড. দেবাশিস মৃধা, ড. তরুণ মুখোপাধ্যায় সম্পাদনায় ও লেখায় যথাক্রমে 'বিদ্যাসাগর : সৃজনে ও মননে 'এবং 'অদ্বিতীয় বিদ্যাসাগর'  প্রকাশিত হয়।  'ভারতীয় ভাষায় সাহিত্য চর্চা : বাঙালির মনন বিস্তার',  'নুরুল আমিন বিশ্বাস -এর 'বাংলার লোকগান' এবং 'বাংলার লোকনাট্য ও লোকনৃত্য ও বিবাহগীতি', তন্বী হালদারের নভেলেট 'বিস্কুট', হিমাংশু দাসের 'সমকালের সমাজদর্পণ, বীরেন শাসমলের গল্পগ্রন্থ 'নিয়নডার্থাল' সহ মোট ২৪ টা বই এদিনে প্রকাশিত হয়।

     

এদিন ২০২১ -এর জিয়নকাঠি'র স্মারক সাহিত্য সম্মানে ভূষিত করা হয় ড. সোমা ভদ্র রায়, ড. তপন মণ্ডল, সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য এবং ড. সেলিমবক্স মণ্ডলকে।

Mailing List