তৈরি হচ্ছে জনরোষ, চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে নেতা, স্ত্রী-পুত্রকে গাছে বেঁধে মার ভগবানপুরে!  

তৈরি হচ্ছে জনরোষ, চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে নেতা, স্ত্রী-পুত্রকে গাছে বেঁধে মার ভগবানপুরে!   
06 Aug 2022, 02:15 PM

তৈরি হচ্ছে জনরোষ, চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে নেতা, স্ত্রী-পুত্রকে গাছে বেঁধে মার ভগবানপুরে!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কাউকে গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। তো কাউকে শিক্ষকতার চাকরির জন্য টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক বেকার যুবক-যুবতীর কাছে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু চাকরি মেলেনি। মেলেনি টাকাও।

এখন নেতাকে টাকা ফেরৎ চাইতে গেলে ঘোরাচ্ছে। কখনও কখনও আবার পাল্টা মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এবার দল বেঁধে চাকরি প্রার্থীরা হানা দিলেন নেতার বাড়িতে। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি নেতার স্ত্রী-পুত্রকে গাছে বেঁধে উত্তম মধ্যম দেওয়ার অভিযোগও উঠলো। নেতা গা ঢাকা দেওয়ায় তার সন্ধান মেলেনি। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।  

চাকরি দেওয়ার নামে টাকা তুলে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। এই অভিযোগ তুলে টাকা ফেরতের দাবিতে ওই তৃণমূল নেতার স্ত্রী এবং পুত্রকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠল। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।

অভিযুক্ত নেতার নাম শিবশঙ্কর নায়েক। তিনি ভগবানপুর এক নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। বর্তমানে তাঁর স্ত্রী মলিনা নায়েক ভগবানপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য।শনিবার চাকরি প্রার্থীরা তাঁর বাড়িতে যান। অভিযোগ, নেতাকে বাড়িতে না পেয়ে বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। গাছে বেঁধে রাখা হয় ছেলেকে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, তাঁরা এবার বুঝে গিয়েছেন চাকরি মিলবে না। মিলবে না টাকাও। বিশেষত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। তারই প্রতিফলন এটা বলে মনে করছেন অনেকে।

তৃণমূল অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, চাকরির নামে কেউ টাকা তুললে দল তা সমর্থন করে না। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এব্যাপারে দলের কাছে অভিযোগ এলে তাকে বহিষ্কার করা হবে।  

Mailing List