কৌস্তুভ বাগচির গ্রেফতার, পুলিশকে প্রশ্নের মুখে ফেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, শিক্ষা নেওয়া উচিত ছিল

কৌস্তুভ বাগচির গ্রেফতার, পুলিশকে প্রশ্নের মুখে ফেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, শিক্ষা নেওয়া উচিত ছিল
04 Mar 2023, 02:23 PM

কৌস্তুভ বাগচির গ্রেফতার, পুলিশকে প্রশ্নের মুখে ফেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, শিক্ষা নেওয়া উচিত ছিল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচির বিরুদ্ধে। অভিযোগ, তারপরই পুলিশ গভীর রাতেই কৌস্তুভের ব্যারাকপুরের বাড়িতে যায়। অবশষে তাঁকে গ্রেফতারও করা হয়। এ ব্যাপারে কৌস্তুভ নিজে জানিয়েছেন, অকারণ হয়রানির জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারই পাশাপাশি ‘এর ফল ভুগতে হবে’ বলে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এ নিয়ে কংগ্রেস প্রতিবাদে পথে নেমেছে তো বটেই, বিরোধীরাও প্রতিবাদে সোচ্চার। তা সে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি হোক বা সিপিএম। এবার তার প্রতিবাদ জানালেন খোদ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। তিনি ফেসবুকে লেখেন, ‘‘কৌস্তুভ বাগচির গ্রেপ্তার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।

কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত।

কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা।

  যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল।

  আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে।

  কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই। কিন্তু তার জবাব রাজনৈতিকভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে। সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।’’

Mailing List