হাওড়ার বিশিষ্টরা স্ব স্ব ক্ষেত্রে পেলেন বিশেষ সম্মাননা

হাওড়ার বিশিষ্টরা স্ব স্ব ক্ষেত্রে পেলেন বিশেষ সম্মাননা
অভিজিৎ হাজরা, হাওড়া
হাওড়া শরৎসদনে ২ য় বর্ষে হাওড়ার বিশিষ্টদের স্ব স্ব ক্ষেত্রে নজির সৃষ্টি করার জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠিত হল। এই সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্ত্তী। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী সহ বিশিষ্টজনরা। উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে সুব্রত সিনহা বক্তব্য রাখেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে 'হাওড়া রত্ন' সম্মাননা দেওয়া হল রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায় -কে। এই সম্মাননা প্রদান করা হল শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কেও। 'হাওড়া শ্রী' সম্মাননা দেওয়া হল কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জয়ী অচিন্ত শিউলি ও বিশিষ্ট সাংবাদিক রথীন্দ্রমোহন ভট্টাচার্য, চিত্রকর রঞ্জন কুর্মি, আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ-কে। 'হাওড়ার গর্ব' সম্মাননা প্রদান করা হল হাওড়া রেল স্টেশন কর্তৃপক্ষ, সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন এবং বেলুড় শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষকে। 'হাওড়ার সেরা পরিবার' সম্মাননা গ্ৰহণ করেন 'বুড়িমা' - র পরিজনরা।
এ ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে নজির সৃষ্টি করার জন্য বহু বিশিষ্ট জনদের, বিভিন্ন উদ্যোগপতিকে ও এই মহতী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি এই অনুষ্ঠানটি হয়।


