‘প্রোগ্রেসিভ পিতা’! মেয়েকে হাতিয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ লেখিকা তসলিমা নাসরিনের

‘প্রোগ্রেসিভ পিতা’! মেয়েকে হাতিয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ লেখিকা তসলিমা নাসরিনের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভীষণ অসুস্থ হয়েছিলেন। হাসপাতালে ভর্তি থাকার পর সদ্য তিনি সুস্থ হয়েছেন। ফিরেছেন বাড়িও। এমন সময় তাঁর মেয়ে সুচেতনকে হাতিয়ার করে বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করলেন লেখিকা তসলিমা নাসরিন।
তিনি লিখলেন, ‘‘যদিও তাঁর '' প্রোগ্রেসিভ'' পিতা মোস্ট আনপ্রোগ্রেসিভ, আনেথিকাল, আনজাস্ট আচরণ করেছিলেন একজন নির্বাসিত নিরীহ লেখকের বিরুদ্ধে, যে লেখক প্রাণের টানে আর ভাষার টানে পশ্চিমবঙ্গকে নিজের নিরাপদ আশ্রয় ভেবে নিশ্চিন্তে নির্ভাবনায় নিরালায় বসে মানবতার পক্ষে, নারীর সমানাধিকারের পক্ষে, ধর্ম নিরপেক্ষতার পক্ষে নিরলস লেখালেখি করছিল। যদিও তাঁর 'প্রোগ্রেসিভ' পিতা মূখ্যমন্ত্রী থাকাকালীন সেই বাঙালি লেখককে অর্থাৎ আমাকে গোটা বাংলায় আমার শেষ আশ্রয় পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য বের করে দিয়ে চরম নিষ্ঠুরতা আর চরম নির্মমতা দেখিয়েছিলেন, এবং আমার সর্বনাশ করেছিলেন, তারপরও আমি সুচেতনার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তিনি সুচেতনা থেকে সুচেতন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নারীর শরীর বহন করেও তিনি অনেককাল মানসিক ভাবে পুরুষ, নারী থেকে তাঁর এই পুরুষে রূপান্তরকে তিনি আইনে এবং সমাজে প্রতিষ্ঠিত করতে চান। আমি আশা করি নির্বিঘ্নে তিনি সমাজের সমস্ত বাধা এবং ভ্রূকুটিকে তুচ্ছ করে তাঁর স্বপ্ন পুরণ করবেন।’’


