মিলিয়ন ডলারে হার পরে অবাক প্রিয়াঙ্কা

মিলিয়ন ডলারে হার পরে অবাক প্রিয়াঙ্কা
04 May 2023, 08:15 PM

মিলিয়ন ডলারে হার পরে অবাক প্রিয়াঙ্কা


আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ মেট গালা আসরে ফ্যাশনিস্তাদের ভিড়। এত তারকার এত সব চোখ কপালে তোলা সাজ আর বিচিত্র পোশাকের মধ্যেও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ২৫ মিলিয়ন ডলারের হার নিয়ে এখন আলোচনা তুঙ্গে।

কি ছিল এই হারে?
হারটি গলায় পরে ক্যান্ডিড ছবিতে বলিউড–হলিউড মাতানো তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চোখেমুখে ছিল বিস্ময়ের ছাপ। সম্প্রতি মেট গালার রেড কার্পেটে কালো থাই স্লিট ড্রেসে প্রিয়াঙ্কাকে লাগছে বোল্ড। ভ্যালেন্তিনো গাউনের সঙ্গে রয়েছে রাফল দেওয়া লেয়ার এক্সটেনশন আর গ্লাভস। সেখানেও সাদা-কালোর বাইরে আর কোনো রং নেই।
তবে এর সঙ্গে প্রিয়াঙ্কা ২৫ মিলিয়ন ডলার মূল্যের হীরকখচিত একটি হার পরেছেন। বনেদি গয়নার ব্র্যান্ড বুলগারির প্রতিনিধিত্বকারী এই অভিনেত্রী তাদের এক্সক্লুসিভ লাক্সারি কালেকশনের ব্লু লেগুনা নামের হীরা বসানো এই হার গলায় দিতেই তাঁর সাজপোশাকে যোগ হয়েছে এক অন্য মাত্রা।
মেট গালার জন্য তৈরি হওয়ার সময় ও লুকের ছবি তুলে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পিগি চপস।
শোনা কথায় বুলগারির সর্বকালের সবচেয়ে দামি হীরে হচ্ছে এই ব্লু লেগুনা। আকারেও সবচেয়ে বড় যেটি। আগামী ১২ মে জেনেভায় অনুষ্ঠিত হতে চলা সোদবির লাক্সারি নিলামে এটি তোলা হবে।

Mailing List