অসমের গর্ব হিমা দাসের কেরিয়ার শেষ হওয়ার দোরগোড়ায়!

অসমের গর্ব হিমা দাসের কেরিয়ার শেষ হওয়ার দোরগোড়ায়!
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাসকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA)। ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার জন্য তাঁকে ১২ মাসে ৩ বার সাসপেন্ড করা হয়েছে।
এ বছরের শুরুতে চোটের জন্যে ২৩ বছর বয়সী এই রানারকে চীনের হ্যাংজু এশিয়ান গেমসের দলে রাখা হয়নি।
ভারতীয় দলের একজন কর্মকর্তা বলেছেন এক বছরের মধ্যে তিনবার ব্যর্থ হওয়ার জন্য জাতীয় ডোপিং বিরোধী সংস্থা তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে। এটা আমাদের জন্য খুবই খারাপ খবর। যা ওর কেরিয়ারে প্রভাব ফেলতে পারে।
হিমা এরমধ্যেই জাতীয় শিবির ছেড়েছেন। সর্বোচ্চ ২ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তিনি। যদিও তাঁর দোষের তীব্রতার উপর নির্ভর করে এটি। সর্বনিম্ন এক বছরের জন্য শাস্তি কমে যেতে পারে।
প্রসঙ্গত, হিমা (Hima) ২০১৮ জাকার্তা এশিয়ান (Asian) গেমসে 400 মিটারে রুপোর পদক জিতেছিলেন। তিনি মহিলাদের 4×400 মিটার এবং মিক্সড 4×400 মিটার রিলে দলের অংশ ছিলেন। সেই দল জাকার্তায় সোনা ও রুপোর পদক জিতেছিল।
নিয়ম হলো, খেলোয়াড়দের ভেন্যু, প্রশিক্ষণ, কাজ বা অন্যান্য নির্ধারিত ক্রিয়াকলাপের তালিকা পাঠাতে হয়। প্রতিটি ভেন্যুতে যাওয়ার আগে নাম এবং পুরো ঠিকানা, তার সঙ্গে প্রতিটি কার্যকলাপের স্বাভাবিক সময় প্রদান করতে হয়। আর এই ধরনের নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে তা ডোপিং টেস্টে ব্যর্থতা হিসেবে ধরা হয়।


