দিদির দূত হয়ে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি

দিদির দূত হয়ে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি
23 Jan 2023, 04:41 PM

দিদির দূত হয়ে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি

 

নারায়ণ সরকার, মালদা

    

ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। সোমবার দুপুরে মালদহের ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলে মাধ্যমে দিদির দূত হয়ে যান তিনি। গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে জেলা পরিষদের সভাধিপতির দিকে। কেউ বলেন, আবাস যোজনার বাড়ি কোথায়? কেউ প্রশ্ন করেন, যাদের তিনতলা বাড়ি তাঁরা বাড়ি পেলেন কিভাবে? কারও প্রশ্ন, ফলবাগান করার জন্য বলা হয়েছিল একশ দিনের কাজে। কোথায় সেই ফলের বাগান?

পরিস্থিতি এমন জায়গায় যায় যে, নিরাপত্তারক্ষীরা বহু কষ্টে তাঁকে সরিয়ে নিয়ে যান। তবে তিনি স্থানীয় মানুষের অভাব অভিযোগগুলিও শোনেন। তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রও নেন। তারপরই তিনি বলেন, ‘‘এখানে কিছু স্থানীয় সমস্যা রয়েছে। তাই মানুষ কিছুটা ক্ষিপ্ত। আমি আবারও ওনাদের সঙ্গে বসব। কেন সমস্যা থেকে গিয়েছে, কিভাবে সমাধান করা যাবে – সব খতিয়ে দেখা হবে।’’ তবে জেলা পরিষদের সভাধিপতিকে যে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। বিক্ষোভের চোটে কিছুটা তাঁকে অসংলগ্নও দেখায়।

  

 

Mailing List