আর্থিক ও সামাজিক দিক থেকে প্রথম সারিতে ভারত, মোদির দাবিতে সিলমোহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আর্থিক ও সামাজিক দিক থেকে প্রথম সারিতে ভারত, মোদির দাবিতে সিলমোহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
26 Jan 2023, 12:20 PM

আর্থিক ও সামাজিক দিক থেকে প্রথম সারিতে ভারত, মোদির দাবিতে সিলমোহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আর্থিক ও সামাজিক দিক থেকে মোদির ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে জাশয়া করে নিয়েছে। সাধারণতন্ত্র দিবসের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে মোদির এই দাবিতেই মান্যতা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দাবি, মোদির ভারত নিয়ে প্রত্যেক নাগরিকের গর্বিত হওয়ার কোনও না কোনও কারণ আছে। তাঁর এই ভাষণের পর তাই অনেকেই বলছেন, কেন্দ্রের বিজেপি সরকারের লিখে দেওয়া ভাষণই তিনি পাঠ করেছেন। তাঁর মুখে এদিন বারবার উঠে এসেছে সেই আত্মনির্ভর ভারত। সেই বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি, করোনা মোকাবিলায় সরকারের সাফল্য ও ডিজিটাল ইন্ডিয়ার কথা। যা সকাল, সন্ধে মোদির মুখে শোনা যায়।

তিনি এদিন আরও দাবি করলেন, এখন আর দেশের কোনও মানুষকে খালি পেটে থাকতে হয় না। যা কার্যত দাবি করেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। দ্রৌপদী মুর্মুর দাবি, অর্থনীতিতে ভারত আজ বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। করোনার সময় আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়েছিল, তারই ফল এখন পাচ্ছে দেশ। প্রথা অনুযায়ী প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের আগেরদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি। তিনি কী বলেন, সেইদিকে নজর ছিল দেশবাসীর। তবে ভাষণে আদিবাসীদের প্রসঙ্গে কয়েকটি কথা বললেও সংখ্যালঘুদের বিষয়ে পুরোপুরি এড়িয়ে যান তিনি। যা নজর এড়ায়নি। তাঁর গোটা ভাষণ জুড়েই ছিল বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রশংসা।

এদিন ভাষণে জাতির জনকের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি জানান, তিনি আধুনিক ভারত গড়ে তোলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে।

Mailing List