ঝাড়গ্রামে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচি সফল করতে প্রস্তুতি জোর কদমে

ঝাড়গ্রামে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচি সফল করতে প্রস্তুতি জোর কদমে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: শুক্রবার ঝাড়গ্রামে (Jhargram) প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নব জোয়ার কর্মসূচি পুরুলিয়া জেলায় শেষ করে শুক্রবার ঝাড়গ্রামে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhisek banerjee)। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা নেতৃত্বদের তরফ থেকে জানা গেছে, পুরুলিয়ার বান্দোয়ান থেকে শুক্রবার বিকেল ৩ টের সময় ঝাড়গ্রাম জেলার বিনপুর দু'নম্বর ব্লকের বেলপাহাড়ি থানার ইন্দিরা মোড়ে প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই শুরু ঝাড়গ্রাম জেলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। বেলপাহাড়ির ইন্দিরা মোড়ে আদিবাসী লোক নৃত্যের মাধ্যমে অভিষেক কে স্বাগত জানানো হবে বলে জানা গেছে। ইন্দিরা মোড় থেকে বেলপাহাড়ি থানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই জনসংযোগ যাত্রার পর শিলদা হয়ে বিনপুর (Binpur) এক নম্বর ব্লকের দহিজুড়ি তে প্রবেশ করবেন অভিষেক। তৃণমূল সূত্রে জানা গেছে দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রোড শো করতে পারেন অভিষেক। এই রোড শো শেষে বিকেল সাড়ে পাঁচটার সময় ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল সংলগ্ন গাড়রো ফুটবল ময়দানে জনসভা করবেন তিনি। সেই মাঠে এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দাবি অভিষেক এর জনসভায় প্রায় ২০ হাজার লোক আসবে। দুলাল মুর্মু বলেন, জনসভার শেষে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি হয়ে গজাশিমুল রাবণপোড়া মাঠে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে এবং ওখানেই অধিবেশন হবে। সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সাথে বৈঠক ও করতে পারেন। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি তুঙ্গে। ঝাড়গ্রাম শহরের পাশাপাশি সব ব্লকের বিভিন্ন এলাকা দলীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক থেকেই এই জনসভায় বহু মানুষ যোগ দেবেন।
সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ বলেন, নবজোয়ার কর্মসূচিতে নবজোয়ার উপচে পড়বে। জেলার প্রতিটি অঞ্চলে ও ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় সাজো সাজো রব। সব মিলিয়ে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি বললেই চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে কি বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্য সেটার অপেক্ষায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচি কে সফল করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে।


