কেশপুরে অভিষেকের সভায় রেকর্ড জন সমাবেশ করতে প্রস্তুতি বৈঠক, বিরোধ মেটানোর দায়িত্বে মন্ত্রী মানস ভুঁইয়া

কেশপুরে অভিষেকের সভায় রেকর্ড জন সমাবেশ করতে প্রস্তুতি বৈঠক, বিরোধ মেটানোর দায়িত্বে মন্ত্রী মানস ভুঁইয়া
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যুৎস্মৃতি সদনে একটি প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল।
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে আনন্দপুর মাঠে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভাকে সাফল্যমন্ডিত করতে এদিন এই প্রস্তুতি সভার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কো অর্ডিনেটর অজিত মাইতি, বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা, মন্ত্রী মানষ ভূঁইয়া সহ ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর জেলার বিধায়ক ও জেলা নেতৃত্বরা।
এই সভা উদ্দেশ্যে মন্ত্রী শিউলি সাহা জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কেশপুরের মাটিতে আসবেন, তাঁকে সবাই মিলে স্বাগত জানাচ্ছি, এবং তার প্রস্তুতি মিটিং আজ জেলার তরফ থেকে ডাকা হয়েছে।"
কিন্তু ভোট এলেই কেশপুর বারবার দেখা যায় উত্তপ্ত হতে। কখনো মারপিট, কখনো বোমা বারুদের শব্দে কেঁপে উঠে কেশপুর। পঞ্চায়েত ভোট আসন্ন আর তার আগে ইতিমধ্যেই একাধিকবার উঠে এসেছে কেশপুরে শাসকদলেরই গোষ্ঠীকোন্দল। বারবার সভা ডেকেও মেটানো যায়নি এই কোন্দল। এবার ক্ষুদ্ধ দলের একাংশ চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কোন্দল মেটাতে ইতিমধ্যেই বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে। যদিও চিঠি দেওয়ার বিষয় নিয়ে কিছুই জানেন না বলে জানালেন মন্ত্রী শিউলি সাহা।


