মহুয়ার দম

মহুয়ার দম
09 Jul 2022, 02:15 PM

মহুয়ার দম

 

বিশেষ প্রতিবেদন: মা কালী বিতর্কে এক চুল পিছু হঠতে নারাজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাতে যত থানাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হোক না কেন। এমনকী, তা যদি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও হয়।

কোত্থেকে এত সাহস পেলেন সাংসদ মহুয়া মৈত্র? এটা শুধু সাহস নয়, দুঃসাহস বললেও অত্যুক্তি হয় না। কারণ, মা কালী বিতর্কে প্রথমেই নিজের দল তৃণমূল কংগ্রেস তাঁর পাশ থেকে সরে গিয়েছে। শুধু সরে গিয়েছে তা নয়, টুইট করে জানিয়েও দিয়েছে, মা কালী নিয়ে মহুয়া মৈত্র যা-ই বলে থাকুক না কেন তা তাঁর নিজের কথা। দল তা সমর্থন করে না।

তারপরেও কিন্তু লড়াই থেকে পিছু হঠতে রাজি হননি মহুয়া মৈত্র। উল্টে তিনি নিজের সমর্থনে যুক্তি খাড়া করেছেন। টুইট করে তিনি নিজেকে মা কালীর একজন ভক্ত বলে দাবি করেছেন। এমনকী, মা কালীর পোস্টার নিয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি বলেও দাবি করেছেন। এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মা কালী নিয়ে তিনি যা বলেছেন সব সত্য। মা কালীর প্রসাদে কারণবারি থাকে। যদি বিজেপি মনে করে তিনি ভুল বলেছেন, তাহলে বিজেপি এফিডেভিট দিয়ে জানাক যে, মহুয়া মৈত্র যা বলেছেন তা ভুল। মা কালীর প্রসাদে ওসব কিছু থাকে না। এবং এক্ষেত্রে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর বক্তব্য থেকে পিছু হঠবেন না। পাল্টা তিনি জানিয়েছেন, তিনি নিজে একজন শাক্ত। তাই মা কালী নিয়ে তাঁর বক্তব্যের সমালোচনা করে তাঁকেই আঘাত করেছে বিজেপি।

একদিকে নূপুর শর্মা অন্যদিকে মহুয়া মৈত্র। বিতর্ক কিন্তু চলছেই।

 

Mailing List