মালদহে ফের পোস্টার! দিদির দূত থেকে নেতা-মন্ত্রী সবার প্রবেশ নিষেধ গ্রামে

মালদহে ফের পোস্টার! দিদির দূত থেকে নেতা-মন্ত্রী সবার প্রবেশ নিষেধ গ্রামে
নারায়ণ সরকার, মালদা
পুরাতন মালদার পর এবার ইংরেজ বাজার। দিদির দূত এবং রাজনৈতিক নেতাদের গ্রামে প্রবেশ নিষেধ লেখা পোস্টার পড়ল। গতকাল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাশিপাড়া এলাকায় এমনই পোস্টার পড়েছিল। সেই ঘটনার রেস কাটতে না কাটতে মঙ্গলবার ফের রাজনৈতিক দলের নেতাদের গ্রামে প্রবেশ নিষেধ পোস্টার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। অভিযোগ, গ্রামের একটিমাত্র রাস্তা। সেটিও প্রায় ১৫-২০ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত থেকে বিডিও –সবাইকে জানিয়েও সুরাহা মেলেনি। প্রতিবার ভোট এলেই নেতারা আসে। রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়। ভোট ফুরোলেই আর কাউকে দেখা যায় না। বছরভর ঝুঁকি নিয়ে বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়।
আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। গ্রামের বাসিন্দা পঙ্কজ মিশ্র বলেন, প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তাই গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে গ্রামে ঢুকে দেব না দিদি দূতকে। অন্য কোনও রাজনৈতিক নেতা বা মন্ত্রীকেও গ্রামে ঢুকতে দেব না। কেন রাস্তা হয়নি? ভোট এলেই সবাই হাজির হয়। আর আমরা সারা বছর কষ্টে থাকি। তাই এমন সিদ্ধান্ত।
অটো চালক পবন মন্ডল বলেন, ভীষণ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা খারাপের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দু’দিন ছাড়া গাড়ি সারাই করতে হয়। বিশেষত, রোগী নিয়ে যাওয়ার বীষণ সমস্যায় পড়তে হয়। গাড়ির ঝাঁকুনিতে রোগীও বেহাল হয়ে পড়ে।’’ রাস্তা সংস্কারের দাবিতে টাযার জ্বালিয়ে বিক্ষোভও দেখান গ্রামের মানুষ।


