Pooja Bhatt: চিক বব কাটে নজর কাড়ল পূজা ভাটের স্টাইল!

Pooja Bhatt: চিক বব কাটে নজর কাড়ল পূজা ভাটের স্টাইল!
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ একেবারে ভাবুক মুখ, চোখে দৃঢ় প্রত্যয়, গালে আলতো ভাবে ছড়িয়ে তাঁর নতুন হেয়ারস্টাইল।
চিক বব হেয়ারস্টাইলে পূজা ভাটের (Pooja Bhaat) নতুন মেকওভারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোনামে অভিনেত্রী।
তাঁর মুখে সূর্যের আলোর ছটা এসে পড়ছে, চুলের গোছা মুখের ওপর কিছুটা এলোমেলো। সূর্যালোকে নিখুঁত তাঁর মুখের গড়ন আর টান টান ত্বক। ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্বও। ত্বকের দীপ্তি মিশেছে ঝলমলে সকালের সঙ্গে। নতুন হেয়ারস্টাইলে ফুটে উঠেছে ভিষণ উজ্জ্বল।
এছাড়া কুল ক্যাজুয়াল লুকে নজর কেড়েছেন তিনি সঙ্গে কালো সাদা জ্যাকেট আর হেয়ারজেল। নিজস্ব স্টাইলে (Style) আবারও নেটপাড়ার হুঁশ ওড়ালেন তিনি। পাশাপাশি মনোক্রোম পোশাকের সঙ্গে মানানসই ছিল তাঁর স্লিং ব্যাগটিও।
জুয়েলারি হিসেবে রোদচশমা পছন্দ করেন অভিনেত্রী। শেয়ার করে সেলফিতে তিনি পড়েছেন ওভারসাইজড সানগ্লাস (Oversized sunglass)। যা তাঁকে দারুণ একটি কেতাদূরস্ত লুক দিয়েছে। অধিকাংশ সেলফিতেই তাঁর সাইড প্রোফাইল অনুরাগীদের মন জয় করে নিয়েছে।


