নিউটাউনে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ পুলিশের সাব ইন্সপেক্টর! অনিচ্ছাকৃত নাকি অন্য রহস্য

নিউটাউনে সহকর্মীর হাতে গুলিবিদ্ধ পুলিশের সাব ইন্সপেক্টর! অনিচ্ছাকৃত নাকি অন্য রহস্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই। আহত পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ। তিনি নিউটাউনের টেকনোসিটি থানায় কর্মরত। বুধবার রাতে এক সহকর্মীর বন্দুকের গুলিতে আহত হয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের টেকনোসিটি পুলিশ ব্যারাকে তার সহকর্মী বন্দুক রাখার সময় সেই বন্দুক থেকে গুলি ছিটকে কৌশিকের বাঁ পায়ে লাগে। তবে গুলি ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা জানার জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যে পুলিশ কর্মীর বন্দুক থেকে গুলি চলেছে, তার নাম অভিজিৎ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যে এসআই এর পায়ে গুলি লেগেছে, তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুলি লাগার জন্য তার পায়ে গভীর ক্ষত হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিন তার অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।


