রাজস্থানে জাল গুটখার কারখানায় পুলিশের অভিযান, আটক ২৫ কোটি টাকার সামগ্রী

রাজস্থানে জাল গুটখার কারখানায় পুলিশের অভিযান, আটক ২৫ কোটি টাকার সামগ্রী
27 Sep 2023, 02:20 PM

রাজস্থানে জাল গুটখার কারখানায় পুলিশের অভিযান, আটক ২৫ কোটি টাকার সামগ্রী

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জাল গুটখার কারখানাতে হানা দিয়ে প্রায় ২৫ কোটি টাকার সামগ্রী আটক করল রাজস্থান পুলিশ। রাজস্থানের চিতোরগড় জেলায় প্রশাসনকে ফাঁকি দিয়ে ভুয়ো গুটখার কারখানাটি রমরমিয়ে চলছিল। গোপনসূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় রাজস্থানের পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে, সিআইডির ক্রাইম ব্রাঞ্চের একটি দল চিতোরগড় জেলার নিমবাহেরা শহরে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। রাজস্থান পুলিশের এডিজি ক্রাইম দীনেশ এমএন জানিয়েছেন, তাঁদের কাছে খবর ছিল এই অঞ্চলে জাল গুটখার কারখানা চলছে। তারপরই তাঁরা এই বিশেষ অভিযান চালান। তিনি আরও বলেন, কারখানাটিতে যন্ত্রপাতি ব‌্যবহার করে ব‌্যাপকহারে নকল গুটখা প‌্যাকেট করা হচ্ছিল। অভিযানে গুটখা, সরঞ্জাম এবং প্রচুর কাঁচামাল আটক করা হয়েছে। যার মূল‌্য প্রায় পঁচিশ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে কারখানার ম‌্যানেজার মোহিত যাদব এবং সুপারভাইজার মহম্মদ সাব্বিরকে। কারখানার বাকি কর্মীদের জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর অভিযুক্তরা জানিয়েছে, কারখানায় নকল গুটখা তৈরি করে অন‌্যত্র পাচার করা হচ্ছে। তারা নিমবাহের শিল্পাঞ্চলে একটি গোডাউন করেছিল নকল গুটখা তৈরি করার জন‌্য। এই নকল গুটখা তৈরির পিছনে নয়াদিল্লির এক মাফিয়া রয়েছে। সেই মাফিয়াই এই কারখানা পরিচালনা করে। রাজস্থানের পুলিশ অফিসার জানিয়েছেন, নয়াদিল্লির মাফিয়াকে গ্রেফতার করার জন‌্য ইতিমধ্যেই দিল্লিতে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলির মধ্যে ৮.১৬ কোটি টাকার নকল পণ‌্য, ১৫.৭৫ কোটি টাকার কঁাচামাল, ১৫ লক্ষ টাকার প‌্যাকিং করার উপাদান, ৫৯ লক্ষ টাকার সরঞ্জাম এবং ৫ লাখ টাকার অন‌্যান‌্য সামগ্রী।

Mailing List