সাধারণ মানুষের সহায়তায় গোপীবল্লভপুরে 'সহায় শিবির' পুলিশের

সাধারণ মানুষের সহায়তায় গোপীবল্লভপুরে 'সহায় শিবির' পুলিশের
09 Jan 2023, 09:45 AM

সাধারণ মানুষের সহায়তায় গোপীবল্লভপুরে 'সহায় শিবির' পুলিশের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সাধারণ মানুষের সহায়তার জন্য গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি পুলিশের। জনসংযোগ এবং প্রত্যন্ত গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে গোপীবল্লভপুরের করবনিয়াতে সহায় কর্মসূচি পালন করলো গোপীবল্লভপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে গোপীবল্লভপুর থানার এএসআই স্বপন দে-র নেতৃত্বে করবনিয়া গ্রামে করা হয় এই সহায় শিবির। এদিন এই শিবির থেকে সাধারণ মানুষকে সচেতন করেন পুলিশ আধিকারিকেরা। সেই সাথে কোনরকম নিরাপত্তা ও আইনি প্রয়োজনে যেন সবাই পুলিশের সহায়তা নেন এই বার্তাও দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগগুলিও শোনা হয় পুলিশের তরফ থেকে। এই ধরনের কর্মসূচির ফলে মানুষের প্রয়োজন বা অভিযোগগুলি সহজেই জানা যাবে এবং দ্রুত তার সমাধান করা যাবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন। সেই সাথে এই ধরনের কর্মসূচির দ্বারা মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেওয়া বা সাধারণ মানুষের সচেতন করা সহজ হবে বলে জানান পুলিশ আধিকারিকরা।

Mailing List