অঞ্জন দাসের কবিতা

অঞ্জন দাসের কবিতা
27 Nov 2022, 01:00 PM

অঞ্জন দাসের কবিতা

 

সেলফি

 

তোকে নিয়ে যাই চল তার অবহেলা

কিশোরী বুকের খাদে পিপড়ে নেমেছে

ইউটিউবে সার্চ করি  লোডিং ত্রিফলা

লাফিং সিনেমা আলো চোখেরা থেমেছে

লোহা যুবকের গায়ে  হরিদ্রা জোনাকি

তোর মিল ছাঁকে চর স্টার হটস্টার

 

ওয়াই ফাই এন্টেনা ঠাকুর পিনাকী

তাঁর কবিতায় তোর ফেসবুক ভার

ভরাট বুকের  কুহক তোর ঝোপজল

বিড়লা বিল্ডিং তোলে সেলফি চন্দ্রিমা

বসন্ত বাগানে নামে আমার সপিং মল

চল তোকে কিনে রাখি ফুরোই দ্রাঘিমা

--------

 

জিমেইল

 

পুরোনো পেন্সিল ক্র্যাশ

আগুন কলোনি

গাছেদের উচ্ছিষ্ট তুলির সৃজনে কাঁপে

তুলতুলে বাংলা অহঙ্কার

রূপসী যতটা

বেতার খামার

উড়ে যায় নানা রং

পালক প্রজাপতি

প্রজন্ম পাহাড়ি বিকেল

গুরু আমিও সুযোগ বুঝি

পাই টানি রোপণ উৎসব

জি মেল  যতটা যৌনতা জানে

বান্ধবী তোমাকে  ততটা নয়

হয়তো ততটা তুমি

তুলতুলে বাংলা অক্ষর

পুরোনো পেন্সিল ক্র্যাশ

তুমি আমি আগুন কলোনি

-------

রং

 

আমাদের প্রাচীন আলোয় মুখ মুছে নাও  আয়ুস্মতী বটের চারা

কলকল ভেসেই  চলি উত্তরায়ণ বিঘ্নবেলা উঠোন ঝাঁটের

কারাসব ফেলেই গেল রঙিন দুপুর গাছের মাথায় যত্ন করে

মলাটের পঙক্তি নূপুর হেঁটেই গেল ছায়ার ভেতর  ঘাটের পারে

আমাদের আলবয়সী গাঁয়ের কেয়া প্রেম শিখেছে পত্র লিখে

দক্ষিণায় পাল ছিঁড়েছে হাল ভেঙেছে হলুদ পাখি রা ভোলেনি

বাঁশি নয় পিচকিরি নয় দশ আঙুলে কুড়ির হিসেব ঠিক যতটা

কোরাসে আমের মুকুল নিমের কুঁড়ি গয়না খোলে গা খোলেনি

ততটাই মলাট করো মলাট করো মাপ যতটা মায়ের মতো

--------------

লেখক পরিচিতি: জন্মঃ- ২১/১১/১৯৭৫। পেশায় সমাজকর্মী। পূর্ব মেদিনীপুর এর পূর্ব মহম্মদপুর গ্রামে বাড়ি। "অনন্যে অভিধা" নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন।"অনন্যে অভিধা সৃজনী অকাডেমি" নামে একটি সমাজসেবি সংগঠন গড়েছেন। মূলত কবি। প্রকাশিত কবিতার বই ‘পারি তো আসবো ফিরে’ ও ‘তৃতীয় বৃষ্টিপাত’।

Mailing List