হাওড়ার রাস উৎসবে নিষিদ্ধ প্লাস্টিক

হাওড়ার রাস উৎসবে নিষিদ্ধ প্লাস্টিক
সুলেখা চক্রবর্তী, হাওড়া
বাঙালীর বারো মাসের তেরো পার্বনের মধ্যে রাস উৎসব একটি জনপ্রিয় উৎসব। কিন্তু এবছর গ্রহণের জন্য রাস পিছিয়ে গিয়েছে জয়পুরের অমরাগোড়ি রায় পরিবারে। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। রায় পরিবারের রাস উৎসব ২০৩ বছরের প্রাচীন। এখানে রাধাকৃষ্ণের রাসে সমবেত হন সকলে।
জানা গিয়েছে, হাওড়ার সবচেয়ে বড় রাস হয় উলুবেড়িয়া কালীবাড়িতে। বলাই বাহুল্য বৈচিত্রের সমাহারে সমৃদ্ধ হাওড়ার রাসও। কিন্তু এর পাশাপাশি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে বাগনানের নুন্টিয়ার রাস। নুন্টিয়া রাস কমিটির উদ্যোগে এলাকার মহিলাদের দাবী মেনে চোদ্দ বছর ধরে গ্রামের মানুষের সাহায্যে চলছে এই রাস উৎসব। কিন্তু কেন এই রাস উৎসব নিয়ে এত আলোচনা চলছে? জানা গিয়েছে, এই রাস উৎসব সম্পূর্ন পরিবেশ বান্ধব। এখানে থার্মোকল বা প্লাসটিকের কিছু নিয়ে আসা যাবে না। মেলায় পরিবেশের পক্ষে ক্ষতিকারক কিছু থাকবে না। আর এটি মনিটরিং করার জন্য একটি বড় টিম তৈরী করেছে রাস কমিটি। উদ্যোক্তাদের দাবী, কাছেই রূপনারায়ণ নদ। মেলা চললে পরিবেশকে দূষিত করতে পারে। তাই ফি বছর এই ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, রাস কমিটির এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছে পরিবেশ প্রেমীরা।


