Plant Tips:অন্দরসজ্জার রূপ বদলে দেয় এই গাছ

Plant Tips:অন্দরসজ্জার রূপ বদলে দেয় এই গাছ
31 Aug 2023, 07:00 PM

Plant Tips:অন্দরসজ্জার রূপ বদলে দেয় এই গাছ

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ইংরেজিতে এদের নাম সাক্যুলেন্ট প্ল্যাট। এদের ফাঁপা পাতায় জল ধরা থাকে। তার কারণ, এগুলো মরুভূমির গাছ। দেখতেও সুন্দর! অপার্থিব সুন্দর এর ফুল। যাঁরা অল্প জায়গায় গাছ দিয়ে ঘর সাজাতে চান তাঁদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই বাহারি গাছ। জেনে নিন এই গাছের যত্ন-

* এরা যে কোনও পরিবেশে মানিয়ে যায়। এদের জলও অল্প লাগে। কম জায়গায় জন্ম নেয় বলে ঘরের এক কোণে সহজেই রাখতে পারেন। তবে ভাল রাখতে রান্নাঘরের জানলার পাশে অনেকেই ঝুলিয়ে রাখেন। এতে জল-হাওয়া দুটোই ভাল পায়।

* এই তালিকায় বেছে নিতে পারেন অ্যালোভেরা। এর ছড়ানো লম্বা পাতা ভীষণ সুন্দর দেখতে। এটি টবের মধ্যে সহজেই বেড়ে ওঠে। নিয়মিত জল পেলেই গাছও সতেজ।

* সেমপারভিভয়াম (sempervivum tectorum)। দেখতে অবিকল পদ্মের (Lotus)মতো। কিন্তু এরও পাপড়ি মোটা। যে কোনও ছড়ানো পাত্রে মাটি দিয়ে পুঁতে দিন। ব্যস আপনার ঘর আলো করে ফুটে উঠবে।

* পাথরকুচি গাছ বলে বাংলায়। এই গাছ নাকি ভাগ্য ফেরায়। গোল গোল পাতা মোমপলিশের মতো চকচকে। সমুদ্র নুড়ি দিয়ে টবে সাজিয়ে রাখলে মন ভাল হতে বাধ্য।

* সেডাম, বাংলায় যা কলাবতী। মানুষের হাতের আঙুলের মতো দেখতে। লম্বা লম্বা সরু পাপড়িতে হাজার রঙ।

Mailing List