নাইট আউট প্ল্যান করছেন? কি পরবেন দেখে নিন

নাইট আউট প্ল্যান করছেন? কি পরবেন দেখে নিন
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বান্ধবীদের গ্রুপ যখন নাইট আউটের কথা বলবে আপনি তখন একদম রেডি থাকেন কি? যদি না থাকেন, তাহলে রইল টিপস আপনার জন্য-
* বান্ধবীদের সাথে রাতজেগে পার্টি বা আড্ডা দেওয়া মানে সেখানে যতটা আরামদায়ক পোশাক পরা সম্ভব পরে যেতে হবে। জিন্সের থেকে আরামদায়ক আর সহজ পোশাক কি হতে পারে! তাই জিন্স(jeans) আর টপ অলওয়েজ ইন। যদি ফেডেড জিন্স-এর সাথে কালো টপ আর এটা ড্রেস কোড হিসেবে বন্ধুদের পুরো গ্রুপই পরেন।
* জিন্সের পরিবর্তে ট্রাউজার(trouser) বা অন্য ধরণের প্যান্টও ভাল অপশন। সাথে জংলী প্রিন্টের টপ বা সুতির লম্বা কুর্তি। চুলটা উঁচু করে পনিটেল বা খোঁপা করে নিতেন পারেন।
* মেয়েদের গ্রুপ আর মিনি স্কার্ট একটা চূড়ান্ত কম্বিনেশন। এরকম সারারাত জেগে মজা করার সুযোগ সর্বদা আসে না তাই সেদিন চুটিয়ে সেজে নিন আর আনন্দ করুন। মিনি স্কার্টের সাথে ইন করে শার্ট বা টপ পরতে পারেন।
* লাল রঙ সাথে গার্ল গ্যাং যুগলবন্দী ক্লাসিক। যে কোনও পোশাক পরুন তবে উজ্জ্বল লাল রঙের তাতে আপনাদের প্রত্যেকের ছবিও আসবে দারুণ আর আলাদা কনফিডেন্স পাবেন।
* কোথাও ক্যাজুয়ালি আড্ডা মারা বা ঘুরতে যাওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে জাম্পস্যুট খুব পছন্দের এক পোশাক। এটি পরলে এমনিতেই একটা স্মার্ট লুক এসে যায় বলে মনে হয়। জাম্পস্যুটের সাথে জাঙ্ক গয়না বা ফাঙ্কি নেকপিস থেকে সানগ্লাস সবই পরা যায়।
* বান্ধবীদের সাথে নাইট আউটের জন্য এই কয়েকটি পোশাক খুবই আকর্ষণীয় এবং ফ্যাশনেবল হবে। তবে আপনি যাতে কমফর্টেবল তাই পরবেন ব্যস।


