দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের

দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আজকেই দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই উদ্বোধনকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখনই দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, “দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো রেল চলাচল করার জন্য সেই সময়ের রেল মন্ত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, ২০১০ সালে, শিলান্যাস করেছিলেন। প্রথম পর্যায়ের কাজ শুরু হয় ২০১৩ সালে। কিন্তু গত সাত বছরে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা দিতে ব্যর্থ হয়। আর এখন বিধানসভা নির্বাচনের মুখে ‘ক্রেডিট’ নিতে দৌড়ে আসছেন।”
.@MamataOfficial as Railway Minister laid the foundation for Dumdum-Dakshineshwar metro in 2010. Phase I of the project was launched in 2013.
For 7 years the BJP Govt. at the Centre failed to allocate enough funds & ahead of polls @narendramodi ji is rushing to steal credit? 🤔
আজ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেল চলাচল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “পরিবহন পরিকাঠামো যত উন্নত হবে দেশ ততই দ্রুত আত্মনির্ভরতার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে ভারত। সরকার পরিবহন পরিকাঠামোকে মজবুত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কলকাতা দেশের প্ৰথম মেট্রোর গৌরব লাভ করেছে এখন তাকে আরো উন্নততর করে তুলতে সরকার সচেষ্ট। কলকাতা মেট্রো সম্প্রসারণ সহ রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পে রূপায়নে কিছুদিন শ্লথ গতি দেখা গিয়েছিল। এবার সব করা হবে।”

