এই রাশির জাতকেরা গল্পের বই পড়তে পছন্দ করেন হারিয়ে যান কল্পনার জগতে

এই রাশির জাতকেরা গল্পের বই পড়তে পছন্দ করেন হারিয়ে যান কল্পনার জগতে
01 Apr 2023, 07:15 PM

এই রাশির জাতকেরা গল্পের বই পড়তে পছন্দ করেন হারিয়ে যান কল্পনার জগতে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: আমরা সকলে একে অপরের থেকে আলাদা। সকলের মধ্যে রয়েছে বিস্তর তফাত। সেই কারণে কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ বোকা তো কেউ চালাক। আজ রইল চার রাশির কথা। যারা বই পড়তে ভালোবাসেন সকলে। বইপোকা হন এরা। পছন্দের গল্পের বই পেলে অন্য জগতে হারিয়ে যান এরা। দেখে নিন তালিকা।

মেষ রাশি- রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। পছন্দের উপন্যাস পেলে খুশি হন। এরা গল্পের বই পড়তে খুবই ভালোবাসেন। বইয়ের জগতে হারিয়ে যান এরা। এরা অল্প বয়স থেকেই বই পড়তে খুব পছন্দ করেন।

ধনু রাশি- রাশি চক্রের নবম রাশির ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। বইয়ের প্রতি আলাদা টান থাকে এদের। এরা বইপোকা হন। এই রাশির ছেলে মেয়েরা বই পড়তে ভালোবাসেন। পছন্দের বই পেলে গল্পের জগতে হারিয়ে যান এরা।

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। কাল্পনিক জগতে থাকতে ভালোবাসেন এরা। সব সময় গল্পের জগতে থাকতে চান এরা। এরা নানা রকম গল্পের বই পড়েন। এরা গল্পের জগতে হারিয়ে যান এরা।

কন্যা রাশি- রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। বই পেলে আর কিছু চান না। গল্পের বই পড়তে ভালোবাসেন এরা। এই গল্পের বই পড়ে দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারেন। এই রাশির ছেলে মেয়েরা গল্পের জগতে হারিয়ে যান। এরা সকলের থেকে আলাদা হন।

Mailing List