এই রাশির জাতকদের রসবোধ বেশি

এই রাশির জাতকদের রসবোধ বেশি
10 May 2023, 06:00 PM

এই রাশির জাতকদের রসবোধ বেশি

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বন্ধুমহলে কেউ কেউ আছেন যারা বেশ বুদ্ধিদীপ্ত কৌতুক করে। কারওর মনে আঘাত না দিয়ে সবাইকে মজিয়ে রাখে। এদের বলা হয় 'উইটি'। তবে সকলের মধ্যেই যে এই গুণ থাকে, তা নয়। কিছু বিশেষ রাশির থাকে এই গুণ। আসুন জেনে নিই-
প্রথমেই রয়েছেন বৃষ রাশির জাতকেরা। স্বাধীনচেতা হওয়ার পাশাপাশি এঁরা অত্যন্ত পরিশ্রমী প্রকৃতির হন। তার পাশাপাশি বুদ্ধিদীপ্ত বক্তব্যের জেরে সকলের মন জয় করে নিতে পারেন এই রাশির জাতকেরা।
সিংহ রাশির জাতকরা রয়েছেন তার ঠিক পরেই। এরা জন্মগত ভাবে শিল্পী। কেউ বা গান করেন তো কেউ ভাল নাচেন। যাঁরা এগুলোর কিছুই পারেন না, তাঁরা হন ভাল বক্তা। এঁদের রসবোধ মারাত্মক। মজার মজার কথা বলে আসর জমাতে এঁদের জুড়ি মেলা ভার। নিজেদের সেই গুণকে প্রকাশ করতে কিন্তু একটুও ইতস্তত করেন না সিংহ রাশির জাতকেরা।
কুম্ভ রাশির জাতকেরা জাতকেরাও যে কোনও পরিস্থিতিতে হাসতে পারেন তাঁরা। আশাতেও জ্বালিয়ে দিতে পারেন খুশির আলো। সমস্যা নিয়ে জীবনে খুব বেশি ভাবতে রাজি নন তাঁরা। সমস্ত জটিলতা ভুলে নিজে হাসতে এবং অন্যকে হাসাতে জানেন তাঁরা।
মেষ রাশির জাতকদের জায়গা এর পরেই। যে কোনও বিষয়েই বেশ আত্মবিশ্বাসী হন তাঁরা। তাঁর পাশাপাশি ধারালো বুদ্ধির জন্য পরিচিত এই রাশির মানুষেরা। নিজের বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য় বন্ধুমহলে তাঁদের জনপ্রিয়তা সবর্দা তুঙ্গে। যে কোনও প্রতিকূলতার বিরুদ্ধে পজিটিভ থাকতে জানেন এঁরা।
ধনু রাশির জাতকরাও রয়েছেন এই তালিকায়। যে কোনও আয়োজনে এরা মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করেন। এদের জনসংযোগক্ষমতা বেশ ভাল। আর বুদ্ধিদীপ্ত অথচ মজার কথাবার্তা সকলের মন জয় করে নেয়।
এক্কেবারে শেষে রয়েছে মিথুন রাশির জাতকেরা। এদের মজা করার ক্ষমতা ঈর্ষা করার মতোই। সকলকে আনন্দ দিতে ভালবাসেন এই রাশির জাতকেরা। যে কোনও অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করতে এদের জুড়ি মেলা ভার।

Mailing List