বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিপাকে পেঙ্গুইনরা

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিপাকে পেঙ্গুইনরা
28 Aug 2023, 06:40 PM

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিপাকে পেঙ্গুইনরা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিশ্ব উষ্ণায়নের জের কতটা মারাত্মক হতে পারে তার জলজ‌্যান্ত প্রমাণ আন্টার্টিকা। জলবায়ু পরিবর্তনের ফলে আন্টার্টিকায় বসবাসকারী পেঙ্গুইনরা মারাত্মক সমস‌্যার মধ‌্যে পড়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, এখানে বসবাসকারী এম্পেরর পেঙ্গুইন কলোনির প্রায় দশহাজার শিশু পেঙ্গুইন মারা পড়েছে। বিবিসির জানিয়েছে, জন্মগ্রহণের পর শিশু পেঙ্গুইনের জলে সাঁতার কাটার পালক গজাতে একটু সময় লাগে। বর্তমান জলবায়ুর পরিবর্তনের ফলে এই পালকগুলি গজানোর আগেই পায়ের নিচে থাকা বরফ গলতে শুরু করেছে। ফলে ছোট ছোট পেঙ্গুইনগুলি সাঁতরাতে না পেরে জলে ডুবে অথবা প্রবল ঠাণ্ডায় মারা পড়ছে। এরকমই ঘটনা ঘটেছে আন্টার্টিকার পশ্চিমে বেলিংশাউসেন সাগরে সামনে। উপগ্রহের চিত্রে মৃত পেঙ্গুইনদের ছবি ধরা পড়েছে। এই ঘটনার ছবি প্রকাশ‌্যে আসতেই বিজ্ঞানীরা রীতিমতো চিন্তায় পড়ে গেছেন। তাঁরা মনে করছেন এভাবে যদি চলতে থাকে তা হলে চলতি শতকের শেষদিকে নব্বই শতাংশেরও বেশি এম্পেরর পেঙ্গুইন কলোনি বিলুপ্ত হয়ে যাবে।

ব্রিটিশ আন্টার্টিক সার্ভের ড. পিটার ফ্রেটওয়েল জানিয়েছেন, ‘‘এম্পেরর প্রজাতির পেঙ্গুইনগুলি তাদের প্রজনন চক্রের কারণে সাগরের বরফের উপর নির্ভরশীল। ছোট ছোট পেঙ্গুইনদের বৃদ্ধির জন‌্য এই বরফ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বরফই যদি এলাকা জুড়ে না থাকে বা দ্রুত গলে যায়, তা হলে এই পাখিরা বিপদে পড়ে যাবে।’’ তা হলে কী কোনও আশা নেই? এর জবাবে তিনি বলেন, ‘‘বিশ্ব উষ্ণায়নের জন‌্য সবথেকে বেশি দায়ী কার্বন নিঃসরণ। তা যদি আমরা কমিয়ে আনতে পারি, তা হলে অবশ‌্যই আশা আছে। তা যদি না পারি, তা হলে এই প্রজাতির পেঙ্গুইনগুলির বিলুপ্ত হতে বেশি সময় লাগবে না।’’

তবে পেঙ্গুইনগুলির মৃত‌্যু ঘটেছে একবছর আগে। ২০২২ সালে। ইউরোপীয় মহাদেশের সেন্টিসেল-২ উপগ্রহকে ব‌্যবহার করে পেঙ্গুইনগুলির গতিবিধি পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। মার্চ মাস নাগাদ দক্ষিণ গোলার্ধে শীতের আগমন ঘটে। এবং শীত আসার সঙ্গে সঙ্গেই প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনগুলি সাগরের বরফে ঝাঁপ দেয়। এবং প্রজনন হওয়ার পর শিশু পেঙ্গুইন জন্মগ্রণ করে। ছোট ছোট পেঙ্গুইনগুলি বড় না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকে। ডিসেম্বর বা জানুয়ারি মাসের কাছাকাছি সময়ে সাধারণত বেড়ে ওঠা পেঙ্গুইনরা সমুদ্রে চলে যায়। কিন্তু গবেষকরা দেখতে পেয়েছেন, শিশু পেঙ্গুইনদের সাঁতারের জন‌্য পালক গজানোর আগেই বরফের চাঁই গলতে শুরু করেছে। ২০১৬ সালের গ্রীষ্মকাল থেকেই আন্টার্টিকার বরফ গলে যাচ্ছে। মহাদেশজুড়ে বরফ জমা জলের এলাকা হ্রাস পেতে শুরু করেছে। পরিস্থিতি বদলে যাওয়ার ফলে প্রবল সমস‌্যায় পড়েছে পেঙ্গুইনরা। শুধু আন্টার্টিকা নয়, পৃথিবীর আর এক প্রান্ত আর্কটিক অঞ্চলেও বরফ গলতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা যতটা ভেবেছিলেন, তার থেকেও দ্রুততার সঙ্গে বরফ গলছে। যা তাঁদের ভাবনার মধ‌্যে ছিল না।

Mailing List