কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঢুকে পড়লেন সনিয়া ঘনিষ্ঠ পবন বনসল

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঢুকে পড়লেন সনিয়া ঘনিষ্ঠ পবন বনসল
27 Sep 2022, 09:25 PM

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ঢুকে পড়লেন সনিয়া ঘনিষ্ঠ পবন বনসল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অশোক গেহলটকে নিয়ে টানাপোড়েন এখনও মেটেনি। এরই মধ্যে কংগ্রেস সভপতি নির্বাচনে ঘুরিয়ে ঢুকে পড়ল গান্ধি পরিবার। মঙ্গলবারের পর এমনই জল্পনা ছড়িয়েছে দলের অন্দরে। এর মূলে রয়েছে একটি ঘটনা। তা হল এদিন হঠাৎই সভাপতি নির্বাচনে মনোনয়ন পত্র তুললেন প্রবীণ কংগ্রেস নেতা পবন বনসল। কংগ্রেসের অন্দরে যাঁকে সবাই গান্ধি পরিবার-ঘনিষ্ঠ বলেই চেনে।

 

মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনের দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট দু’জন কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন তুলেছেন। একজন শশী থারুর, অন্যজন পবন বনসল। অশোক গেহলট মনোনয়ন তুলবেন কিনা, সে বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলেই দাবি করেছেন মধুসূদন। সূত্রের খবর, বনসল দুটি মনোনয়ন পত্র তুলেছেন। মূলত চণ্ডীগড়ে রাজনীতি করা পবন বনসল গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এই মুহূর্তে কংগ্রেসের কোষাধ্যক্ষের পদে রয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে যে কয়েক জনের নাম ভাসছিল তাঁদের মধ্যে ছিলেন না বনসল। আবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গেও কোনওরকম যোগাযোগ নেই তাঁর। ফলে তিনি গান্ধিদের ডামি প্রার্থী কিনা সে প্রশ্নও উঠছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, গেহলটের কাণ্ডকারখানায় প্রচণ্ড বিরক্ত সনিয়া গান্ধি। ফলে সভাপতি নির্বাচনে গেহলট কোন ভূমিকা নেবেন তা এখন প্রশ্নের মুখে। যা পরিস্থিতি, তাতে হাইকমান্ডের প্রাথমিক পছন্দের প্রার্থী হলেও আদৌ তিনি সভাপতি নির্বাচিত হতে পারেন কি না, তা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে।

Mailing List