দিল্লি দলের শিবিরে যোগ দিলেন পন্থ, কী বললেন সৌরভ

দিল্লি দলের শিবিরে যোগ দিলেন পন্থ, কী বললেন সৌরভ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার থেকে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসেছে দিল্লি দলের আসর। আজ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের ওই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রথমদিন অবশ্য কোনও অনুশীলন করেননি ঋষভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আর কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ঋষভ পন্থ আড্ডা দেন কিছুক্ষণ।আইপিএল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের টিমে পা রেখে অপরিহার্য হয়ে উঠেছিলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বাইশ গজেও পন্থের আগ্রাসী ব্যাটিং শোরগোল ফেলে দিয়েছিল। সেই কেরিয়ারে হঠাৎই বিপত্তি। গত বছর ডিসেম্বরের শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও কেরিয়ার পড়ে যায় প্রবল সংশয়ে। সফল অস্ত্রোপচারের পর মাঠে ফেরার লড়াই শুরু করেন পন্থ। ছ’মাসেরও বেশি সময় ধরে রিহ্যাব করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সৌরভ বলেন, ঋষভ এসেছিল। কথা হয়েছে। টিম নিয়েই কথা হয়েছে। ও তো ক্যাপ্টেন। অকশন নিয়েও কথা হচ্ছিল। ওর কন্ডিশন ঠিক আছে। কয়েকদিনের মধ্যেই আশা করছি অনুশীলন শুরু করবে।
ভারতীয় দল বর্তমানে বিশ্বকাপ খেলছে, যেখানে এটি এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া৷ সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে তারা৷ বিশ্বকাপের পরে, ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে হবে এবং এই সিরিজের পরে, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে যেখানে তাকে তিনটি ফর্ম্যাটেই সিরিজ খেলতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা সেই সিরিজের পরপরেই ঋষভ পন্থ ফের ভারতীয় দলে কামব্যাক করতে পারেন৷


