অবৈধভাবে বালি তোলা, বিপদের আশঙ্কায় ভুগছে পানিকৌরি

অবৈধভাবে বালি তোলা, বিপদের আশঙ্কায় ভুগছে পানিকৌরি
20 Nov 2023, 03:30 PM

অবৈধভাবে বালি তোলা, বিপদের আশঙ্কায় ভুগছে পানিকৌরি

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বালি তোলার কারণে নষ্ট হয়েছিল একটি সেতু। এবার বালি তোলা হচ্ছে নতুন সেতুর নীচ থেকেও। যার ফলে রাজগঞ্জের (Rajganj)ফাটাপুকুর সংলগ্ন চাওই নদীর নতুন সেতু নিয়ে আশঙ্কা বাড়ছে। পিলারের একেবারে গোরা থেকে আর্থমুভার দিয়ে বালি তুলে লরি, ডাম্পার ও ট্রাক্টরে (Tractor)ভরাট করা হচ্ছে বলে অভিযোগ।
অন্যদিকে বালি মাফিয়াদের সঙ্গে পুলিশি যোগ রয়েছে বলে অভিযোগও উঠছে। যদিও কোনও বেআইনি কাজ হচ্ছে না বলে দাবি পুলিশের।
এদিকে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ব্লক প্রশাসনের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন অনেকেই। এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নরেশ রায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

Mailing List