হুড়মুড়িয়ে শিশুর গায়ের উপর পড়লো পাঁচিল, শিশুর মৃত্যু অশোকনগরে

হুড়মুড়িয়ে শিশুর গায়ের উপর পড়লো পাঁচিল, শিশুর মৃত্যু অশোকনগরে
আনফোল্ড বাংলা প্রতিবেদন, অশোকনগরঃ পুজোতে মামা বাড়িতে বেড়াতে এসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল ৪ বছরের শিশু কন্যার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকায়। মৃত শিশু কন্যাটির নাম রিতা দাস (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা রাজু দাস কর্মসূত্রে নেপালে থাকেন। পুজো উপলক্ষে মামা বাড়িতে এসেছিলেন তিন কন্যা সহ মা সীমা দাস। এদিন বাড়ির পাশেই পাঁচিলের ধারে দাঁড়িয়ে খেলছিল মেজ মেয়ে রিতা। হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে পাঁচিল। শব্দ হতেই ঘরের থেকে দৌড়ে বেরিয়ে আসেন পরিবারের লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ।


