পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩,৭৫৪টি, কোন স্তরে কত আসন বৃদ্ধি

পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩,৭৫৪টি, কোন স্তরে কত আসন বৃদ্ধি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসন সংখ্যা বাড়ছে। পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩ হাজারের বেশি। নভেম্বরে প্রকাশিত পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার থেকেও চূড়ান্ত তালিকায় গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ৪০ টি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে।
আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় এ বার গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩,৭৫৪টি। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আসন বেড়েছে যথাক্রমে ২৮১ এবং ১০৩টি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২০১৮ সালে জেলা পরিষদে আসনের সংখ্যা ছিল ৮২৫টি। এবার তা বেড়ে হয়েছে ৯২৮। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯২১৭ থেকে এবার বেড়ে হয়েছে ৯৪৯৮। ২০১৮ সালের হিসেবে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল ৪৮৬৫০। এবার আসন পুনরবিন্যাসের চূড়ান্ত তালিকায় তা বেড়ে হয়েছে ৬২ হাজার ৪০৪। এরফলে আসন্ন পঞ্চায়েত ভোটে আরও বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে থাকবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এরপরে
আসন সংরক্ষণের পর্ব শুরু হবে। তিনটি স্তরে সংরক্ষিত আসনের খসড়া তালিকা ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। ওই তালিকা নিয়ে আপত্তি বা দাবি জানানো যাবে ২১ ডিসেম্বরের মধ্যে। সেই প্রক্রিয়া শেষ হলে পঞ্চায়েতের তিনটি স্তরে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।


