হাওড়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, লক্ষ্য সেই আবাস যোজনা

হাওড়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, লক্ষ্য সেই আবাস যোজনা
সুলেখা চক্রবর্তী, হাওড়া
আবাস প্লাসের প্রাপকদের তালিকায় গরমিলের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ দেখানো হল ডোমজুড় ব্লকের মাকড়দহ -১ গ্রাম পঞ্চায়েতে। বিক্ষোভ দেখালো বি জে পি কর্মীরা। পঞ্চায়েত কর্মীদের এদিন তালা বন্ধ করে রাখলো বিক্ষোভকারীরা। প্রায় দু ঘন্টা তালা বন্ধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে খুলে দেওয়া হল পঞ্চায়েত অফিসের তালা।
উল্লেখ্য, এদিন কাউকে কিছু না জানিয়ে কার্যত গেরিলা কায়দায় বিক্ষোভ দেখায় এলাকার বি জে পি কর্মীরা। কয়েকদিন আগে ডোমজুড়ে এই ধরনের সমস্যা মেটাতে মাঠে নামেন খোদ বিডিও। বিডিও-র আশ্বাসের পরেই এদিন বিক্ষোভ তোলা হয়। পঞ্চায়েত সদস্যকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ত্রিপল চোর বলে কটাক্ষও করে বিজেপি কর্মীরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশের পরেই রাজ্যজুড়েই ক্ষোভ দেখা দিয়েছে। চলছে বিক্ষোভ, পথ অবরোধ। অভিযোগ, গরিব মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। এমনকী, নাম বাদ থেকে রেহাই পাননি বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধীরাও। উল্টে দোতলা, তিনতলা পাকাবাড়ির মালিকের নাম রয়েছে তালিকায়। তা নিয়েই বিক্ষোভ চুড়ান্ত আকার নিচ্ছে।


